শেষ আপডেট: 13th February 2025 08:57
দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুঁ শব্দও করলেন না। আহ্বান নেই, বিসর্জনও নেই! যা রাজ্য রাজনীতি তো বটেই তৃণমূলের মধ্যেও নতুন করে কৌতূহল বাড়িয়েছে।
এও কৌতূহল যে, দিদিই অভিষেককে কোনও প্রতিক্রিয়া জানাতে বারণ করে দিয়েছেন, নাকি অভিষেক নিজে থেকেই নীরব! বরং বিধানসভায় বাজেট পেশ হওয়ার দেখা গেল, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেবার আশ্রয়েই রয়েছেন। তাঁর নির্বাচন কেন্দ্র ডায়মন্ড হারবারে বিপুল সংখ্যক মানুষকে স্বাস্থ্য পরীক্ষা ও পরিষেবা দেওয়ার জন্য অভিষেক যে স্বল্প মেয়াদের শিবির গড়েছেন, তার সাফল্যতেই মজে রয়েছেন সাংসদ। সেবাশ্রয় শিবিরে নথিভুক্ত রোগীর সংখ্যা প্রায় সাড়ে ৬ লক্ষ ছুঁতে চলেছে। বাংলায় যা বেনজির বইকি।
বিস্ময় শুধু এটুকুতেই সীমাবদ্ধ নেই। আবাস যোজনায় কেন্দ্র বরাদ্দ বন্ধ করার পর পাল্টা জেদ দেখিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ই। সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষমেশ সবটাই তাঁর অগ্রাধিকার, তাঁরই এক্তিয়ারের মধ্যে পড়ে, তাঁরই সিদ্ধান্ত। কিন্তু গত বছর একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই প্রথমে বলতে শোনা গিয়েছিল যে, আবাস যোজনায় কেন্দ্র বরাদ্দ বন্ধ করলেও পরোয়া নেই, তৃণমূল সরকার রাজ্যের কোষাগার থেকেই বাংলার মানুষকে বাড়ি বানানোর জন্য টাকা দেবে। এবং তা দেওয়া হবে ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে।
দেখা গেছিল, সেই ডেডলাইন ফেল করেনি সরকার। ৩১ ডিসেম্বরের আগেই ১২ লক্ষ পরিবারকে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে শুরু করেছিল নবান্ন। শুধু তা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বরে এও ঘোষণা করে দেন যে, আরও ১৬ লক্ষ পরিবারকে আগামী অর্থবর্ষে বাড়ি বানানোর টাকা দেওয়া হবে।
অনেকের মতে, সেদিক থেকে এদিনের বাজেট একপ্রকার উদযাপন করার কথা ছিল অভিষেকের। কারণ, তাঁর মুখরক্ষা হয়েছে। একুশের মঞ্চে তিনি যে ঘোষণা করেছিলেন, তাকে ছাপিয়ে সরকার বৃহত্তর লক্ষ্যমাত্রা ছুঁতে চাইছে।
কিন্তু তার পরেও দেখা গেল, অভিষেক কোনও শব্দই খরচ করলেন না বাজেট নিয়ে। সংবাদমাধ্যমে সরাসরি কোনও বিবৃতি তিনি দেননি। সোশাল মিডিয়াতেও কোনও পোস্ট করেননি। অথচ ২০২৪ সালে রাজ্য বাজেটের দিন কিন্তু তাঁর প্রতিক্রিয়া জানিয়েছিলেন অভিষেক। বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বাড়ানোর ঘোষণা হয়েছিল। তা নিয়েই সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
অথচ অতীতে এমন সাফল্যের ঘটনায় তাঁকে সোশাল পোস্ট করতে দেখা গিয়েছে। অভিষেক অঙ্গীকার করেছিলেন যে উত্তরবঙ্গের ধূপগুড়ি এলাকা মহকুমা হবে। সরকার যেদিন সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করে সেদিন এক্স হ্যান্ডেলে বড় পোস্ট করেছিলেন অভিষেক।
আবার কদিন আগে নির্মলা সীতারামন সাধারণ বাজেট পেশ করার পর তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। কিন্তু তৃণমূল সরকারের বাজেট নিয়ে দলের অলিখিত নাম্বার টু তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে কিছু বললেন না, তা অনেকেরই নজর কেড়ে নিল। অনেকেরই মনে হল, এক নম্বর ও দু’নম্বরের মধ্যেও কোথাও একটা মতান্তর হচ্ছে। কোথাও একটা আড়ষ্টতা তৈরি হয়েছে।
As #Sebaashray sets foot in Satgachia, it does so with the same INTENSITY and DEDICATION that has defined this initiative from the very start.
— Abhishek Banerjee (@abhishekaitc) February 12, 2025
???????? Since inception, 6,36,399 PATIENTS have received medical attention – an ever-growing testament to our mission of last-mile healthcare… pic.twitter.com/AYdOKLwxiR