শেষ আপডেট: 2nd January 2025 10:50
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে বিনামূল্যে স্বাস্থ্যশিবির 'সেবাশ্রয়'-এর সূচনা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই স্বাস্থ্যশিবিরগুলি চালু থাকবে। ডায়মন্ড হারবারের এসডিও মাঠে নিজে গিয়ে প্রকল্পের উদ্বোধন করেন অভিষেক।
ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় মোট ৪১টি স্বাস্থ্যশিবির চলবে। এই স্বাস্থ্যশিবিরগুলিতে থাকছে বিনামূল্যে ওষুধ বিতরণ, ডায়গনস্টিক টেস্ট, রেফারেল পরিষেবা থেকে শুরু করে হেল্প ডেস্ক ও অ্যাপ ভিত্তিক রেজিস্ট্রেশন ও রিয়েল টাইম আপডেটের পরিষেবা। ডায়মন্ড হারবারের পর আরও ৬টি বিধানসভা কেন্দ্রগুলিতেও এই 'সেবাশ্রয়' প্রকল্পের স্বাস্থ্যশিবির চালু হবে বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে চিকিৎসা করাতে পারবেন স্থানীয়রা।
অভিষেক জানিয়েছেন, আগামী ৭৫ দিনে এইরকম আরও ৩০০টি ক্যাম্প আয়োজন করা হবে। আপাতত ডায়মন্ড হারবার বিধানসভায় ৪০টি ক্যাম্প আয়োজন করা হয়েছে। যেখানে একটি মডেল এবং ৩৯টি সাধারণ ক্যাম্প আছে। প্রতি বিধানসভাতেই একই ভাব ক্যাম্প তৈরি হবে। এরপর মার্চ মাসে ৫ দিনের মেগা ক্যাম্প হবে (১৬ মার্চ থেকে ২০ মার্চ) বলেও জানান অভিষেক। এই ক'দিনে ৩০০টি ক্যাম্পে একসঙ্গে কাজ হবে।
গোটা ভারতে এত বড় কর্মসূচি করার সাহস কেউ দেখাতে পারেনি, এই ক্যাম্পের আয়োজন করে এমনই মত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর স্পষ্ট কথা, ''এই যে প্রকল্প তা এতদিন ভারতের কোন লোকসভা বা বিধানসভায় হয়নি। এখনও পর্যন্ত এমন কর্মযজ্ঞ কেউ করেনি। এটাই প্রথমবার।''
এই মন্তব্য করে বিজেপি সহ বিরোধী শিবিরকেও নিশানা করেন তিনি। বলেন, অভিযোগ আসে যে, ভোট এলেই নাকি কাজ দেখানোর জন্য এই ধরনের কর্মসূচি হয়। কিন্তু চলতি বছর কোনও নির্বাচন নেই। ঠিক যেমন ২০২০ সালে ছিল না, তাও সাধারণ মানুষ পরিষেবা পেয়েছেন। অভিষেকের খোঁচা, ''আমরা উড়ে এসে জুড়ে বসার রাজনীতি করি না।''