শেষ আপডেট: 22nd September 2024 10:00
দ্য ওয়াল ব্যুরো: আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ তিন চিকিৎসক-নেতাকে রবিবার ফের তলব করল সিবিআই।
রবিবার বেলা ১১টার মধ্যে সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, অভীক দে এবং সৌরভ পালকে সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, শনিবার মধ্যরাত পর্যন্ত এই তিনজনকে জেরা করা হয়। তারপর রবিবার ফের ডাকা হয়েছে।
কেন গোয়েন্দাদের নজরে এই তিন চিকিৎসক নেতা ?
আরজি করে ডাক্তারি ছাত্রী খুনের ঘটনার পর সেমিনার হলের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে বিরূপাক্ষ, অভীক, সৌরভকেকে দেখা গিয়েছিল বলে অভিযোগ। এ ব্যাপারে তদন্তকারীদের হাতেও এসে পৌঁছেছে বেশ কিছু ছবি। সূত্রের খবর, তারই ভিত্তিতে সন্দীপ ঘনিষ্ঠ এই তিন নেতাকে ডেকে পাঠানো হয়েছে।
শনিবার প্রথমে বিরূপাক্ষ বিশ্বাসকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরে ডেকে পাঠানো হয় সন্দীপ ঘনিষ্ঠ আর এক চিকিৎসক-নেতা অভীক দে'কেও। দুজনকে মুখোমুখি জেরার সূত্রে উঠে আসে সন্দীপ ঘনিষ্ঠ আরও চিকিৎসক সৌরভ পালের নাম। সন্ধেয় তাকেও ডেকে পাঠান তদন্তকারীরা।
জানা যাচ্ছে, সেদিন তাঁরা কেন আরজি করের সেমিনার হলে হাজির হয়েছিলেন, তা খতিয়ে দেখতে শনিবার মধ্যরাত পর্যন্ত তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরাও করেন তদন্তকারীরা। এই তিন চিকিৎসক নেতার বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগও রয়েছে।
আরজি কর কাণ্ডের পরে মেডিক্যাল দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ উঠে এসেছে। ছাত্রী খুনের মামলার পাশাপাশি আরজি করের দুর্নীতিরও তদন্ত করছে সিবিআই। সন্দীপ ঘোষ-সহ একাধিক ডাক্তার এই দুর্নীতিতে অভিযুক্ত বলে দাবি করা হচ্ছে। সম্প্রতি এই তালিকায় বর্ধমান মেডিক্যাল কলেজে ডাক্তার অভীক দে'র পাশাপাশি বিরূপাক্ষ বিশ্বাসের নামও জুড়েছে।
সূত্রের খবর, বর্ধমান মেডিক্যালের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্স ডক্টর বিরূপাক্ষ চিকিৎসক মহলে যথেষ্ট প্রভাবশালী হিসেবে পরিচিত। সন্দীপ ঘোষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতাও সর্বজন বিদিত।
অন্যদিকে এসএসকেএমের পিজিটি এই অভীক, হাসপাতালে মেডিক্যাল মাফিয়া চক্র চালান। তার দলবলই সিন্ডিকেট চালাচ্ছে বলে অভিযোগ। ওই লবির আবার দুটি শাখা রয়েছে দক্ষিণবঙ্গ লবি, উত্তরবঙ্গ লবি। বয়স ও অভিজ্ঞতাতে ছোটো হলেও এই অভীক দে নাকি যথেষ্ঠ প্রভাবশালী। দু'জনের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগও রয়েছে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে অভীক, বিরূপাক্ষকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দফতর।