শেষ আপডেট: 9th March 2024 12:19
দ্য ওয়াল ব্যুরো: আগামী সপ্তাহে লোকসভা ভোটের দিনক্ষণ শুরু হয়ে যাবে। মহা-ভারতে সবচেয়ে বড় গণতান্ত্রিক প্রক্রিয়া এই সাধারণ নির্বাচন। যে ভোটে গা ভাসাতে চলেছেন তিনিও। তার আগে শনিবার শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে যাওয়ার আগে সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করলেন, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত।
কেন্দ্রে নরেন্দ্র মোদী জমানায় দু’বার দুই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে হাত পুড়েছে দিল্লির। সুপ্রিম কোর্টে জোরদার ধাক্কা খেতে হয়েছে। সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সম্ভবত তা অজানা নয়। তার পরেও এদিন প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে যাওয়ার আগে অভিজিৎ বলেন, বাংলায় আইনের শাসন নেই। সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ঘটছে। এখানে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত।
প্রশ্ন হল, প্রধানমন্ত্রীকে এই কথাটা বলতে পারবেন তো অভিজিৎ?
এদিন শিলিগুড়ির কাওয়াখালির মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী। এই নিয়ে লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে বাংলায় তাঁর চতুর্থ সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী। সেই সভা মঞ্চে অভিজিতের উজ্জ্বল উপস্থিতি দেখা যেতে পারে।
পর্যবেক্ষকদের মতে, সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হল বিজেপির প্রাইজ ক্যাচ। বাংলায় বুদ্ধিজীবী শ্রেণি বরাবরই সাম্প্রদায়িকতা বিরোধী এবং বিজেপি বিরোধী। তলে তলে কেউ কেউ বা বিজেপিকে সমর্থন করলেও মুখে লাজ রয়েছে অনেকেরই। অভিজিৎকে সামনে রেখে বিজেপি দেখাতে চাইছে, বাংলায় তথাকথিত বুদ্ধিজীবী মহলেও তাঁদের গ্রহণযোগ্যতা বাড়ছে।
সেদিক থেকে এদিনের অভিজিতের অভিব্যক্তিও ছিল নজিরবিহীন। বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমার মধ্যে শিহরণ ঘটছে। এই প্রথম তাঁকে সামনে থেকে দেখতে পাব। কথা বলার চেষ্টা করব। বিজেপি আমাকে যেভাবে কাছে টেনে নিয়েছে তাতে আমি অভিভূত।