শেষ আপডেট: 8th April 2025 17:26
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা সাক্ষাৎ করেছিলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhayay) সঙ্গে। সেই সাক্ষাতের পরই তিনি মঞ্চের কয়েকজন প্রতিনিধিদের নিয়ে এসএসসি-র দফতরে (SSC) চেয়ারম্যানের (SSC Chairman) সঙ্গে দেখা করার জন্য গেছিলেন। কিন্তু সেই সাক্ষাৎ হয়নি কারণ দফতরে ছিলেন না চেয়ারম্যান। বিষয়টিতে কিছুটা হতাশ হয়ে অভিজিৎ জানিয়েছেন, বুধবার ফের আসবেন।
সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের মাধ্যমে চাকরিহারাদের বড় বার্তা দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্পষ্ট জানিয়েছেন, তীব্র আন্দোলন গড়ে তোলা ছাড়া আর পথ নেই। সবাই মিলে একজোট হয়ে না লড়লে সকলে ডুবে মরবে। এসএসসি দফতরের বাইরে থেকে ফের একই কথা বলেন বিজেপি সাংসদ। পাশাপাশি এও জানান, তাঁদের সব দাবিদাওয়া দফতরে জানানো হবে। অনুরোধ করা হবে যাতে এসএসসি বিদ্রোহী হয়ে ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ্যে আনে।
অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগেই দাবি করেছেন, যাঁরা জালিয়াতি করে চাকরি পেয়েছেন, তাদের আলাদা করে বাছাই করা সম্ভব। এজন্য যারা সৎ ভাবে চাকরি পেয়েছেন, তাদের সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন জমা দেওয়ার পরামর্শ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি। তিনি এও বলেন, ওএমআরের মিরর ইমেজ প্রকাশ পেলেই অনেককিছু পরিষ্কার হবে। আর যারা তা প্রকাশ্যে আনতে বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে আলাদা করে পদক্ষেপের দাবি তুলেছেন বিজেপি সাংসদ।
এদিন এসএসসি দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ জানান, চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়নি। সেক্রেটারিও কথা বলতে আগ্রহী ছিলেন না। তবে ওখানে থাকা পুলিশ আধিকারিককে জানানো হয়েছে যে তাঁরা বুধবার ফের আসবেন। বিজেপি সাংসদ বলেন, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এসএসসি চেয়ারম্যানের উচিত বিদ্রোহ ঘোষণা করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তাঁর অভিযোগ, আদতে পুরোটা নিয়ন্ত্রণ করছেন। সকলের হাত-পা বেঁধে রেখেছেন তিনি।
এই প্রেক্ষিতেই বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কৌস্তুভ বাগচীরা। তাঁদের সাফ কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই পরিস্থিতির জন্য দায়ী। তাই তাঁর বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করতে হবে।