শেষ আপডেট: 8th April 2025 19:38
দ্য ওয়াল ব্যুরো: নাম না করেই দলের এক মহিলা সাংসদকে চরম আক্রমণ করেছেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তিনি যে মন্তব্য করেছেন তাতে স্পষ্ট, মহুয়া মৈত্রর (Mahua Moitra) বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিজের ৪০ বছরের রাজনৈতিক জীবনের কথাও উল্লেখ করেন কল্যাণ। তবে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhayay) তাঁর থেকে মহুয়া মৈত্রকেই সাংসদ হিসেবে এগিয়ে রাখলেন। তবে তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়ে কোনও কথা বলতে চাননি অভিজিৎ।
সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা মঙ্গলবার সাক্ষাৎ করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। চাকরিহারাদের বিশেষ বার্তাও দেন তিনি। সেখানেই কল্যাণ-মহুয়া দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। প্রথমে এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি বিজেপি সাংসদ। তবে সংসদে দুজনের ভূমিকা কেমন থাকে তা জানতে চাওয়া হলে মহুয়াকেই বেশি নম্বর দেন অভিজিৎ।
কল্যাণকে কার্যত খোঁচা দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ''সাংসদ হিসেবে লক্ষ্য করেছি, মহুয়া মৈত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে সংসদে বক্তব্য রাখেন এবং খুব প্রস্তুতিও নিয়ে আসেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক ভাল, পাণ্ডিত্যপূর্ণ বক্তব্য রাখতে পারেন তিনি।'' অভিজিতের সাফ কথা, সংসদে মহুয়া কল্যাণের থেকে অনেক এগিয়ে রয়েছেন।
ঠিক কী হয়েছে কল্য়াণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্রর মধ্যে?
ভূতুড়ে ভোটার ইস্যুতে নির্বাচন কমিশনে যে স্মারকলিপি জমা দিয়েছিল তৃণমূল তাতে মহুয়া মৈত্রর নাম ছিল না। কোন্দলের সূত্রপাত এখান থেকেই। এই ইস্যুতেই কল্যাণ এবং মহুয়ার মধ্যে তুমুল বচসা হয় কমিশনের অফিসের সামনেই। সূত্রের দাবি, তা নিয়ে নির্বাচন কমিশনের সামনে কল্যাণের উপর এমন ভাবে চড়াও হন মহুয়া, যে কল্যাণও মাথা ঠান্ডা রাখতে পারেননি। দু-চার কথা তিনিও শুনিয়ে দেন। তার পরেই আবার নিরাপত্তা কর্মীদের উদ্দেশে মহুয়া বলতে শুরু করেন, আমাকে হেনস্থা করা হচ্ছে, ওঁকে গ্রেফতার করুন।
গোটা বিষয় নিয়ে পরে সাংবাদিক বৈঠক করে কল্যাণ কার্যত বিস্ফোরণ ঘটান। বলেন, ''সংসদে শুধু নরেন্দ্র মোদী এবং আদানির বিরুদ্ধে কথা বলেন ওই মহিলা সাংসদ। আর কারও বিরুদ্ধে কোনও কথা নেই। আর আমি দলের হয়ে সব ক্ষেত্রে লড়াই করি। মানুষের স্বার্থে কথা বলি। সব সহ্য করব, এমন অসভ্যতা সহ্য করব না।'' কল্যাণের অভিযোগ, তাঁর মেয়েকে নিয়েও মন্তব্য করেছেন 'মহিলা সাংসদ'। পাশাপাশি তাঁকেও কটূক্তি করা হয়েছে।