শেষ আপডেট: 22nd September 2024 20:28
দ্য ওয়াল ব্যুরো: স্বাস্থ্য ভবনের সামনে থেকে ধর্না তুলে নেওয়ার পর প্রতিশ্রুতি মতো বন্যা দুর্গতের পাশেই দাঁড়ালেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার পর রবিবার পশ্চিম মেদিনীপুরের ডেবরায় অভয়া ক্লিনিক চালু করে রীতিমতো সাড়া ফেলেছেন জুনিয়র ডাক্তাররা।
রোগীদের চিকিৎসা করে, প্রয়োজন মতো ওষুধ দিয়ে দ্রুত তাঁদের রোগ সারিয়ে তোলা হচ্ছে। কলকাতার জুনিয়র ডাক্তারদের এমন প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। কলকাতা থেকে আসা ডাক্তারদের দেখাতে সকাল থেকেই অভয়া ক্লিনিকে ভিড় জমাচ্ছেন রোগীরা। মেডিসিন থেকে জেনারেল সার্জারি, অর্থোপেডিক থেকে শুরু করে শিশুরোগ বিশেষজ্ঞরাও ক্লিনিকে উপস্থিত রয়েছেন।
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার পাশাপাশি কনকপুরেও খোলা হয়েছে অভয়া ক্লিনিক। রবিবার সকালে সেখানে চিকিৎসা করতে পৌঁছে যান আরজি কর আন্দোলনের অন্যতম প্রধান মুখ ডাক্তার কিঞ্জল নন্দ। তবে শুধুমাত্র ডাক্তার হিসেবেই নয়, অভিনেতা হিসাবেও তাঁর পরিচিতি রয়েছে তাঁর। রবিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিঞ্জল বলেন, ‘সাধারণ মানুষ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমাদেরও উচিত এই কঠিন সময়ে তাঁদের পাশে থাকা। সেকারণেই কলকাতা থেকে আমাদের রাজ্যের একাধিক প্রান্তে ছুটে যাওয়া’।
কিঞ্জলের কথায়, ‘এই মুহূর্তে সবটা পেরে উঠতে না পারলেও আমরা যথাসাধ্য মানুষের পাশে থাকার চেষ্টা করছি।’ কিন্তু এটাকে ‘হেল্প’ বলতে একেবারেই রাজি নন তিনি। কিঞ্জলের দাবি, ‘সাধারণ মানুষের পাশে থেকে আমরা আন্দোলন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি’।
কিঞ্জল আরও জানিয়েছেন, কর্মবিরতি তুলে নেওয়া হলেও আন্দোলন চলবে। সরকার সময় চেয়েছে। ডাক্তারদের দাবিদাওয়া মেনে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি মালদহে নার্সের শ্লীলতাহানি প্রসঙ্গেও সরব হয়েছেন কিঞ্জল।
রাজ্যে টানা বৃষ্টির কারণে মূলত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। বন্যা দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আন্দোলনরত প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা। ত্রাণ নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছেন তাঁরা। একইসঙ্গে ওষুধ দিয়ে দুর্গতদের সমস্যা সমাধানের চেষ্টাও করছেন।