শেষ আপডেট: 26th September 2023 10:14
দ্য ওয়াল ব্যুরো: শুধুমাত্র আঙুলের ছাপেই ফাঁস হচ্ছে গোপন তথ্য (Biometrics is a danger)। আধার কার্ডের বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমেই কোটি কোটি ভারতীয়র ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে সুরক্ষিত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বে-আব্রু হয়ে পড়েছে। আধার কার্ড নিয়ে দেশবাসীর মনে আতঙ্ক বেড়েই চলেছে (Aadhaar data leak report in center)। একদিকে যে কোনও গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার।
মুডিজের দাবি, ভারতের আর্দ্র আবহাওয়ার কারণেই বায়োমেট্রিক পদ্ধতির ব্যবহার ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই কারণেই ভারতবাসীদের গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে বলে দাবি গ্লোবাল ক্রেডিট রেটিং এজেন্সির। এক কথায় কেন্দ্রকে কাঠগড়ায় তুলে বায়োমেট্রেক সিস্টেম ও গোপনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মুডিজ।
কেন্দ্রের অভিমত, ওই সংস্থার দাবি ভুয়ো এবং সম্পূর্ণ ভিত্তিহীন। কোনওরকম তথ্যপ্রমাণ ছাড়াই মুডিজ এমন রিপোর্ট পেশ করেছে। গোপনীয়তা ফাঁসের অভিযোগ সম্পূর্ণ নস্যাৎ করে মুডিজের দাবিকে কড়া ভাষায় নিন্দা করেছে মোদি সরকার। উল্টে কেন্দ্রের পাল্টা দাবি, 'বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য ডিজিটাল পরিচয়পত্র হল আধার।'
মুডিজ জানিয়েছে, আধার কার্ডের বায়োমেট্রিক পদ্ধতিতে বিস্তর সমস্যা দেখা যাচ্ছে। ব্যক্তিগত জীবনে এবং কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই আধার পরিষেবার সঙ্গে আবহাওয়ার সম্পর্ক রয়েছে। সংস্থার মতে, ভারতীয় আবহাওয়ায় দিনমজুরদের জন্য বায়োমেট্রিক পদ্ধতি আদৌ কতটা গ্রহণযোগ্য তা নিয়ে প্রশ্ন রয়েছে। ফিঙ্গার প্রিন্ট ও ওটিপি নিয়ে সব ক্ষেত্রেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দেশবাসীকে। যার ফলে প্রতারণার শিকার হচ্ছেন বহু মানুষ। কিন্তু এপ্রসঙ্গে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, সংশ্লিষ্ট রেটিং সংস্থা তাদের দাবির সপক্ষে কোনও তথ্য প্রমাণ দিতে পারেনি। সুতরাং ভিত্তিহীন ভাবেই আধার প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে বলে মনে করছে মোদী সরকার।
গত এক দশক ধরে কোটি কোটি ভারতীয় নাগরিক মূল পরিচয়পত্র হিসাবে আধার কার্ড ব্যবহার করে আসছে। ১২ সংখ্যার আধার নম্বরই এখন ১৪০ কোটি ভারতীয় নাগরিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়। যথেচ্ছ ব্যবহার হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতিও। ফলে সেই পদ্ধতিতে প্রতারণা হওয়ায় স্বাভাবিকভাবেই দেশবাসীর মনে আশঙ্কা দেখা দিয়েছে। যদিও সংস্থাটির রিপোর্ট অযথা এবিষয়ে উদ্বেগ তৈরি করছে বলে মত কেন্দ্রের। বরং আধার নিয়ে এই দেশের মানুষের যথেষ্ট আস্থা আছে বলেই জানিয়েছে নয়া দিল্লি।
আরও পড়ুন: ডেঙ্গিতে আক্রান্ত আট থেকে আশি, শিশুদের সংক্রমণ থেকে বাঁচাবেন কীভাবে