শেষ আপডেট: 8th April 2025 15:21
দ্য ওয়াল ব্যুরো: রাতের অন্ধকারে গড়িয়াহাটে (Gariahat) মারাত্মক ঘটনা। ধারাল অস্ত্র দিয়ে কোপানো হল এক যুবককে। সোমবার মাঝরাতে ২টো নাগাদ গড়িয়াহাট থানার অন্তর্গত কাকুলিয়া এলাকায় ঘটেছে এই ঘটনা। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে। বর্তমানে আহত যুবক চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি। সে সুস্থ না হওয়া পর্যন্ত সমস্ত তথ্য হাতে আসবে না বলে জানিয়েছে পুলিশ(Kolkata Police)।
স্থানীয় সূত্রে খবর, রাত ২টো বাজায় স্বাভাবিকভাবেই ওই চত্বরে খুব একটা লোক ছিল না। এই সুযোগেই ওই যুবকের ওপর হামলা করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, আক্রান্ত যুবকের নাম রকি রাজবংশী ওরফে ভলু। আর যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা হলেন নয়ন সমাদ্দার ওরফে ভোলা, রোহিত প্রসাদ ওরফে পিঙ্কু এবং সোনু হালদার ওরফে যীশু। পুরনো শত্রুতার জেরেই এই হামলা বলে মনে করছে পুলিশ। ইতিমধ্যে তদন্তও শুরু করেছে তাঁরা। যদিও কোনও অভিযুক্তকেই এখনও গ্রেফতার করা যায়নি।
সূত্রের খবর, কোনও একটি বিষয় নিয়ে বচসা হয়েছিল সকলের মধ্যে। প্রাথমিকভাবে তা মিটে গেলেও পরে সেই কারণেই যুবকের ওপর হামলা করা হয়। ইতিমধ্যে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। কলকাতার বুকে এমন ঘটনায় রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে। কারণ শহরের যে এলাকায় এমন ঘটনা ঘটেছে তাকে প্রাণকেন্দ্র বলা চলে। সাধারণ সময়ে সেখানে লোকে-লোকারণ্য থাকে। তাই ঘটনার খবরে আতঙ্কিত স্থানীয়রা।
গড়িয়াহাট মোড়ে দিন–রাত পুলিশের পোস্টিং থাকে। কেন এত বড় ঘটনা তাদের চোখে পড়ল না, সেই প্রশ্ন উঠেছে। যদিও পুলিশের তরফে এই ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তাঁরা জানিয়েছে তদন্ত চলছে এবং অভিযুক্তদের দ্রুত পাকড়াও করা হবে।