শেষ আপডেট: 1st November 2024 20:55
দ্য ওয়াল ব্যুরো: বাজি ফাটাতে গিয়ে আগুনে ঝলসে মৃত্যু হল দুই শিশু-সহ এক কিশোরীর। শুক্রবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ায়।
পুলিশ সূত্রে খবর, এদিন সন্ধেয় ঘনাটি ঘটেছে উলুবেড়িয়ার গঙ্গারামপুর এলাকায়। সেখানে একটি বাড়িতে প্রচুর বাজি মজুত ছিল। তার অদূরে ছয় ও আট বছরের দুটি শিশু এবং ১৪ বছরের এক কিশোরী বাজি ফাটাচ্ছিল। আচমকা বাজির স্ফূলিঙ্গ ওই বাড়িতে মজুত থাকা বাজির সংস্পর্শে আসে। মুহূর্তে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যায়।
চিৎকার এবং আগুন দেখে ছুটে আসেন স্থানীয় কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শিশু ও কিশোরীর। তিনজনের দেহের বেশিরভাগ অংশ ঝলসে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু'টি ইঞ্জিন এবং স্থানীয় থানার পুলিশ।
আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি দোকানেও। ভস্মীভূত হয়ে যায় বাজি মজুত থাকা ঘরটি এবং পাশের দোকানে। কী কারণে বিপুল পরিমাণ বাজি ঘরের মধ্যে মজুত করে রাখা হয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ জানিয়েছে, তদন্তে সম্ভাব্য সবদিক খতিয়ে দেখা হবে।
এদিকে এভাবে মর্মান্তিক দুর্ঘটনায় তিনটি প্রাণ চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। শিশুরা যখন বাজি ফাটাচ্ছিল, তখন সেখানে তাদের পাহারায় বাড়ির বড় কেউ কেন ছিলেন না, উঠছে সেই প্রশ্নও।