শেষ আপডেট: 22nd March 2024 19:17
দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে, রাখে হরি মারে কে? নদীতে ভেসে গিয়েও প্রাণে বাঁচলেন মহিলা। বসিরহাটে এক অজ্ঞতাপরিচয় মহিলা এলাকাবাসীদের তৎপরতায় জীবন ফিরে পেলেন।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বায়লানি ভবানীপুর ডাসা নদীতে। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা ডাসা নদীতে কাঠের গুড়ির মতো কিছু একটা ভেসে থাকতে দেখেন। স্বাভাবিকভাবেই তাঁদের মনে সন্দেহ দানা বাঁধে।
এরপর ভাসতে ভাসতে কাঠের গুড়ির মতো বস্তুটি নদীর পাড়ে চলে এলেই সকলে আসল বিষয়টা বুঝতে পারেন। কাঠের গুড়ি নয়, আদতে নদীতে যে ভেসে আসছিলেন এক মহিলা। এদিকে পাড়ে মানুষের ভিড় দেখতে পেয়ে মহিলাও বাঁচানোর জন্য হাত নাড়তে থাকেন।
এরপরই তড়িঘড়ি মাঝি এবং এলাকাবাসীদের তাৎপরতায় মহিলাকে উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিশ।
ওই মহিলা কে, তিনি কীভাবেই বা নদীতে পড়লেন, তা এখনও জানা যায়নি। অজ্ঞাত পরিচয় মহিলার নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে। তাঁর পরিবারের সদস্যদের খোঁজ করছে পুলিশ।