শেষ আপডেট: 18th January 2025 12:29
দ্য ওয়াল ব্যুরো: দিঘা মোহনার কাছে ডুবল ট্রলার। অল্পের জন্য রক্ষা পেলেন মৎসজীবীরা। উদ্ধার করা হয়েছে ৯ জনকে। কারও নিখোঁজ হওয়ার কোনও খবর নেই।
শুক্রবার দিঘা মোহনার কাছে ট্রলারটি প্রথমে পাল্টি খেয়ে যায়। উত্তাল ঢেউয়ের ধাক্কায় ট্রলারের বডির তক্তা খুলে যায়। হুহু করে জল ঢুকতে থাকে ট্রলারের মধ্যে ও সেটি ডুবতে শুরু করে। বিষয়টি নজরে আসে দিঘা কোস্ট গার্ডের বোটের। সেটি এগিয়ে এসে দ্রুত উদ্ধারকাজে নামে।
৯ জনকে তৎপরতার সঙ্গে উদ্ধার করা হয়। কারও নিখোঁজ হওয়ার খবর নেই। প্রত্যেকেই বর্তমানে সুস্থ রয়েছেন। যদিও ট্রলারটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। সমুদ্রে তলিয়ে যায় সেটি। এই ঘটনায় ঠিক কতোটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা সম্ভব হয়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন প্রশাসনিক আধিকারিকরা।
গত বছর জুলাই মাসে দিঘা মোহনা থেকে আড়াই কিলোমিটার দূরে ট্রলার ডুবি হয়েছিল। দুর্ঘটনাগ্রস্ত ট্রলার ও ভুটভুটির ১৮ জন অন্য ট্রলারে চেপে, সাঁতরে প্রাণ বাঁচান। পর পর এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন মৎসজীবীরা।