শেষ আপডেট: 16th October 2022 11:49
দ্য ওয়াল ব্যুরো: ওভার ব্রিজ, ভূগর্ভস্থ পথ থাকার পরেও ঝুঁকি নিয়ে লাইন পারাপারের প্রবণতা কিছুতেই কমছে না মানুষের। রবিবার দুপুরে পার্ক সার্কাস স্টেশনের (Park Circus Station) কাছে দুই লাইনের মাঝখান দিয়ে সন্তানদের নিয়ে হেঁটে যাওয়া সময় ট্রেনের ধাক্কায় আহত হন এক মহিলা (Park Circus Accident)। অল্পের জন্য রক্ষা পায় তাঁর দুই শিশু। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পার্ক সার্কাস স্টেশন চত্বর। রেল অবরোধ (Rail Strike) করেন স্থানীয়রা। যার জেরে ব্যহত হয় রেল পরিষেবা।
স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে ঝুঁকি নিয়ে রেল লাইনের মাঝখান দিয়ে যাওয়ার সময় বজবজ-শিয়ালদহ লোকালের ধাক্কায় আহত হন এক মহিলা। তাঁকে তড়িঘড়ি ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। আরও খবর, তাঁর সঙ্গে দুটি শিশুও ছিল। যদিও তাদের কোনও ক্ষতি হয়নি।
এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বেধে যায় পার্ক সার্কাস স্টেশন চত্বরে। স্টেশনের সামনে রেল লাইনে বসে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। দুপুর দেড়টা নাগাদ অবরোধ শুরু হয়। ঘণ্টা খানেক চলে এই বিক্ষোভ। পরে অবশ্য রেল পুলিশ (RPF) এসে সেই অবরোধ তুলে দেয়।
এই অবরোধের জেরে বিপাকে পড়েন যাত্রীরা। আপ ডাউন দুই শাখাতেই পরপর ট্রেন দাঁড়িয়ে পড়ে। ফলে ভোগান্তির শিকার হন রেল যাত্রীরা। স্থানীয় সূত্রের খবর, পার্ক সার্কাস স্টেশনের কাছে রেল গেটের পাশের অংশ পাঁচিল দিয়ে বন্ধ করে দেওয়া হয়। তাও অনেকে রেলগেট পার করে যাতায়াত করেন। যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
রাত হলেই বাড়ি থেকে বেরিয়ে যান বিধবা মহিলা, ‘দুশ্চরিত্র’ বলে ন্যাড়া করে তাড়িয়ে দেওয়া হল