শেষ আপডেট: 10th February 2025 22:00
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার পাশাপাশি সোমবার সন্ধেতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বীরভূমের বোলপুরেও।
পুলিশ সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে বোলপুরের বাঁধগড়ার একটি বহুতলে। ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু হয়েছে দু'জনের, জখম আরও অন্তত ৬ জন। এদের মধ্যে দু'জন শিশুও রয়েছে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
জানা যাচ্ছে, বোলপুর শ্রীনিকেতন রোডের ওপর জনবহুল এলাকায় রয়েছে এই বহুতলটি। এদিন সন্ধ্যে সওয়া ছ'টা নাগাদ অগ্নি সংযোগের ঘটনাটি ঘটে। সেখানে ১৬টি পরিবারের বসবাস। জানা যাচ্ছে, শর্টসার্কিট থেকে সিলিন্ডার বিস্ফোরণে আগুন ভয়াবহ আকার নেয়। আতঙ্কে ছাদে উঠে যান বহুতলের একাংশ বাসিন্দা। তবে দু'জন সেই আগুনেই দগ্ধ হয়ে মারা যান। জখম দুই শিশু সহ ৬জনকে পরে উদ্ধার করেন দমকল কর্মীরা।
দমকলের ৩টি ইঞ্জিনের প্রচেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে যান বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়। তিনি বলেন, আপাতত ফ্ল্যাটটি সীল করা হয়েছে। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।
হাসপাতাল সূত্রের খবর, অগ্নিকাণ্ডে বহুতলের দুই বৃদ্ধর মৃত্যু হয়েছে। একজনের বয়স ৬২ অন্যজনের বয়স ৬৮। মনে করা হচ্ছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় সিঁড়ি ভেঙে তারা ছাদে পৌঁছতে পারেননি। একইভাবে অগ্নিকাণ্ডে গুরুতর জখম হয়েছে দুই শিশু সহ আরও ৬জন।