Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
পাকিস্তানের গুলিতে ভেঙে পড়েছিল গুজরাতের আর এক মুখ্যমন্ত্রীর বিমান, মৃত্যু হয়েছিল তাঁরও নতুন করে পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা! ইরানের প্রতিজ্ঞা, 'ইজরায়েলকে ঘুমোতে দেব না'ইউনুস-তারেক বৈঠকের সূত্রধর খলিলুর, বিএনপি যাঁর পদত্যাগ চেয়েছিল, আগের রাতে তৈরি যৌথ বিবৃতি হস্টেলে বিমান ভেঙে পড়ে ডাক্তারি পড়ুয়া সহ ১০ জনের মৃত্যু, আশঙ্কাজনক অনেকেইবিশ্বজুড়ে সব দূতাবাস বন্ধ করল ইজরায়েল! ইরান-সংঘাতের মাঝে মোদীকে ফোন নেতানিয়াহুর কোর্টের অর্ডারের জন্য বহু বেআইনি নির্মাণ ভাঙা যাচ্ছে না, জনতাকে জানাতে 'নয়া কৌশল' মেয়রেরকলকাতার এই শোরুমে পাওয়া যায় কাশ্মীরের ইউনিক সব শাড়িঅভিজিতের মুচমুচে চিকেন রোল, পুরোটাই ডিপ ফ্রায়েডআন্দুলের জমিদারের বাগানবাড়িতে গড়ে ওঠা হাসপাতালের একী দশা!একজন চাকরি ছাড়তেন, অন্যজন শুরু করেছিলেন! অভিশপ্ত বিমানের দুই পাইলটের গল্প ভিন্ন, শেষ এক...
Kalna Dead

স্টিম ঘরের গোডাউনে কিশোরের বস্তাবন্দি দেহ উদ্ধার! কারণ নিয়ে ধোঁয়াশা

ধান সেদ্ধ করার স্টিম ঘরে পাওয়া গেল নিখোঁজ কিশোরের বস্তাবন্দি দেহ। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল ছড়িয়ে পড়েছে পূর্ব বর্ধমানের কালনায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালনা থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় তারা। 

স্টিম ঘরের গোডাউনে কিশোরের বস্তাবন্দি দেহ উদ্ধার! কারণ নিয়ে ধোঁয়াশা

শেষ আপডেট: 20 November 2023 18:15

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ধান সেদ্ধ করার স্টিম ঘরে পাওয়া গেল নিখোঁজ কিশোরের বস্তাবন্দি দেহ। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল ছড়িয়ে পড়েছে পূর্ব বর্ধমানের কালনায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালনা থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় তারা। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই কিশোরের নাম রকি হালদার (১৭)। বাড়ি কালনার ধর্মডাঙা গ্রামে। গত দু'মাস ধরে মায়ের সঙ্গে কালনার রংপাড়ার একটি ধান সেদ্ধ করার গোডাউনে কাজ করত রকি। 

রবিবার রকি একাই গিয়েছিল সেখানে। সন্ধে গড়িয়ে রাত হয়ে গেলেও ছেলে বাড়িতে না ফেরায় মা রীনা হালদার উদ্বিগ্ন হয়ে পড়েন। কয়েকবার ফোন করলেও রকির মোবাইল বন্ধ শোনাচ্ছিল। তাই ছেলের সঙ্গে কিছুতেই যোগাযোগ করতে পারেননি তিনি। 

রিনাদেবী জানিয়েছেন, রাতে ছেলে বাড়ি ফেরেনি। সোমবার সকালে গোডাউনে ছেলের খোঁজ করতে গেলে সেখানে একটি কোণায় পরিত্যক্ত বস্তা দেখে সন্দেহ হয় তাঁর। বস্তা খুলতেই আঁতকে ওঠেন রীনাদেবী। দেখেন, ওই বস্তার মধ্যে ঢোকানো রয়েছে ছেলের দেহ! রীনার চিৎকার শুনে ছুটে আসেন সহকর্মীরা। সঙ্গে সঙ্গে কালনা থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। 

স্টিম ঘরের মালিক বিদ্যুৎ রায় বলেন, '' আমি খবর পেয়ে ঘটনাস্থলে আসি।পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে গেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। কী করে হয়েছে আমি বলতে পারব না।''

জেলা পুলিশ সুপার আমনদীপ বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে কিশোরের মৃত্যু কীভাবে হয়েছে,স্পষ্ট হবে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

মৃতের মামা শ্যামল হালদারের দাবি, ''রকিকে খুন করা হয়েছে। রকির বন্ধুরা খুন করেছে। পুলিশ তাদের ধরে জিজ্ঞাসাবাদ করলেই সব পরিষ্কার হয়ে যাবে। খুনিরা ধরা পড়বে।''


ভিডিও স্টোরি