শেষ আপডেট: 28th November 2023 14:33
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: স্কুলের ক্যাম্পাসের ভিতরে পুকুরে ডুবে মৃত্যু হয়েছিল ক্লাস নাইনের ছাত্রের। সেই ঘটনায় পরে পুলিশের কাছে গাফিলতির অভিযোগ দায়ের করেছিল ছাত্রের পবিরার। সেই অভিযোগের ভিত্তিতে স্কুলের দুই মালিক গৌতম দাস ও ধীরা পাল দাসকে গ্রেফতার করেছে পুলিশ।
চন্দ্রকোণার রামজীবনপুর পুরসভার বাইপাসের ধারে রয়েছে এই বেসরকারি স্কুল। সোমবার সকালে স্কুল ক্যাম্পাসের মধ্যে থাকা পুকুরে ডুবে মৃত্যু হয় ওই ছাত্রের। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় চন্দ্রকোনার রানিগঞ্জ এলাকায়। ওই স্কুল কর্তৃপক্ষ দাবি করে, কীভাবে এমন ঘটনা ঘটেছে, তাঁরা কিছুই জানেন না। এরপরেই স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনেন মৃত ছাত্রের পরিবার।
ওই দিন দুপুরে স্কুল কর্তৃপক্ষ ছাত্রের পরিবারকে, সন্তানের জলে ডুবে মৃত্যুর খবর দেয়। পরিবারের লোকজন ঘটনাস্থলে গেলে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের গন্ডগোল শুরু হয়। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন মৃত ছাত্রের পরিবার।
তাঁদের দাবি, ছেলে সাঁতার জানত। তবু ক্যাম্পাসে পুকুরের জলে ডুবে তার কীভাবে মৃত্যু হল, সেবিষয়ে তাঁরা কিছুই বুঝতে পারছেন না। সেই সময় স্কুলের মালিক গৌতম দাস দাবি করেন, '' বিষয়টি কীভাবে ঘটছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।''