শেষ আপডেট: 31st January 2025 18:30
দ্য ওয়াল ব্যুরো: ফি-বারই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শোরগোল তৈরি হয়। এবারে এ বিষয়ে একগুচ্ছ পদক্ষেপ করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
এতদিন ছাপাখানা থেকে স্থানীয় থানায় প্রশ্নপত্র আনার পর কোন স্কুলে কতগুলি প্রশ্নপত্র যাবে তা সেখানে বসেই খামবন্দি করা হত। এবার আর থানা নয়, ছাপাখানাতেই প্রতিটি স্কুলের জন্য প্রশ্নপত্র নির্দিষ্ট খামে ভরে দেওয়া হবে। সেখান থেকে সরাসরি স্কুলে পৌঁছে যাবে ওই প্রশ্নপত্র।
একইভাবে মুখবন্ধ খামে প্রশ্নপত্র প্রতিটি স্কুলে পৌঁছানোর পর প্রধান শিক্ষকের ঘরে সেই প্রশ্নপত্র খোলা হত। এবার এই নিয়মেও বদল আনা হচ্ছে। এখন থেকে আর প্রধান শিক্ষকের ঘর নয়, সরাসরি ক্লাসরুমে গিয়ে মুখবন্ধ খাম থেকে প্রশ্ন বের করবেন পরীক্ষকরা।
একই সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় প্রতিটি স্কুল চত্বরে বসানো হবে মেটাল ডিটেক্টরও। বস্তুত, বিগত বছরে একাধিক পরীক্ষার সময় পরীক্ষার্থীদের কাছ থেকে মোবাইল পাওয়া গিয়েছে। সেকারণেই এবারে মোবাইল নিয়ে যাতে কেউ ঢুকতে না পারে সেজন্য প্রত্যেক পরীক্ষার্থীকে মেটাল ডিটেক্টরে পরীক্ষার পর স্কুল ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে।
সংসদ সূত্রের খবর, অন্যান্যবারের মতো এবারেও যাতে প্রশ্নপত্র ফাঁসের পুনরাবৃত্তি না ঘটে সেজন্যই এই পদক্ষেপ।