শেষ আপডেট: 22nd November 2023 15:24
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: স্কুলের ভেতরেই ছুরিকাহত ক্লাস টেনের ছাত্রী। মেয়েকে বাঁচাতে গিয়ে আহত হলেন ছাত্রীর বাবাও। বুধবার ঘটনাটি ঘটেছে জেলার গড়বেতা থানার রসকুণ্ডু হাইস্কুলে। এই ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ।
স্কুলের ভেতরেই ছুরিকাহত ক্লাস টেনের ছাত্রী। মেয়েকে বাঁচাতে গিয়ে আহত হলেন ছাত্রীর বাবাও। বুধবার ঘটনাটি ঘটেছে জেলার গড়বেতা থানার রসকুণ্ডু হাইস্কুলে। এই ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন ওই ছাত্রী তার বাবার সঙ্গে স্কুলে এসেছিল। গেটের সামনে মেয়েকে ছেড়ে বাড়ির দিকে ছাত্রীর বাবা রওয়ানা দেন। সেই সময়েই আচমকা ওই ছাত্রীকে এসে ছুরি মারে এক যুবক। তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু মেয়ের চিৎকার শুনতে পেয়ে ছাত্রীর বাবা ছুটে আসেন। দেখেন এক যুবক তাঁর মেয়েকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে মেয়েকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন। সেই সময় ওই যুবক ছাত্রীর বাবাকেও ছুরি মারে। সামনে থাকা অন্যান্য অভিভাবক ও ছাত্রীরা এগিয়ে গিয়ে ওই যুবককে ধরে ফেলে। পুলিশ ডাকেন তাঁরা। পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়।
আক্রান্ত ছাত্রীর অভিযোগ, সে যখন স্কুলে ঢুকতে গিয়েছিল, সেই সময় ওই যুবক তাঁর পিছু নেয়। তারপরেই তার হাত ধরে টানাটানি করছিল। হাত ছাড়াতে চাইলে ওই যুবক ছুরির আঘাত করে।
ছাত্রীর বাবার অভিযোগ, ওই যুবক তার মেয়েকে উত্ত্যক্ত করত। মেয়েকে প্রেমের প্রস্তাবও দিয়েছিল। এর আগেও তাঁর মেয়েকে স্কুল থেকে উঠিয়ে নিয়ে গিয়েছিল ওই যুবক। পুলিশ গিয়ে যুবকের ডেরা থেকে মেয়েকে উদ্ধার করে এনেছিল।