শেষ আপডেট: 5th March 2025 15:01
দ্য ওয়াল ব্যুরো: স্কুলবাড়ি থেকে শুরু করে বসত বাড়ি, গাড়ি, বাইক... সব চলে গেল ধসের কবলে (Landslide)! রাজ্যেই ঘটেছে এমন ঘটনা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ওই স্কুলবাড়ি (School) মেরামত করা সম্ভব হবে না। তাই বুধবার সকাল থেকে তার ধ্বংসাবশেষ ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কাজ চলছে।
পশ্চিম বর্ধমানের অন্ডালের (Andal) খাসকাজোরা এলাকায় ধস নেমে ভেঙে পড়ে স্কুলটি। মঙ্গলবার সন্ধেবেলা এই বিপর্যয় ঘটেছে। স্কুলের পাশের একটি বাড়ি, ওই চত্বরে থাকা একটি চার চাকার গাড়ি, বাইক, সাইকেল সবই মাটিতে মিশে যায় ধসের কারণে। সেগুলি উদ্ধার করার কাজ চলছে। যদিও এই দুর্ঘটনায় কোনও মৃত্যুর খবর মেলেনি। কারণ সেই সময়ে স্কুল বন্ধ ছিল। তবে খোলা থাকলে কী হতে পারত তা ভেবেই আতঙ্কিত হয়ে পড়ছে সাধারণ মানুষ।
কিন্তু কীভাবে ঘটল এমন ঘটনা? স্থানীয়রা বলছেন, কোলিয়ারি এলাকায় ধসের ঘটনা নতুন কিছু নয়। তবে এই ঘটনায় ইসিএল কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে বলে অভিযোগ তাঁদের। দাবি, এলাকাবাসীর নিরাপত্তা নিয়ে ভাবে না তারা। ধস হতে পারে এমন এলাকা চিহ্নিতকরণের কাজও করা হয়নি। তাহলে আগে থেকে কোনও ব্যবস্থা নেওয়া গেলেও যেতে পারত। আপাতত স্কুল সংলগ্ন ওই এলাকাকে ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত করে ঘিরে রেখেছে পুলিশ।
এলাকাবাসীর একটা বড় অংশ আবার অবৈধ কয়লা উত্তোলনকেই দায়ী করছেন এই ঘটনার জন্য। তাঁদের দাবি, ইসিএল ও স্থানীয় প্রশাসনের নজরদারি নেই। দিনের পর দিন অবৈধভাবে কয়লা তোলায় মাটি আলগা হয়ে যাচ্ছে। যার জেরে এই দুর্ঘটনা। অনেক মানুষের মৃত্যু হতে পারত। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব শুধু ইসিএল-কেই কাঠগড়ায় তুলছে।