শেষ আপডেট: 11th March 2025 18:35
দ্য ওয়াল ব্যুরো: স্কুল থেকে বাচ্চাদের নিয়ে ফিরছিল পুলকারটি (Poolcar)। আচমকা তাতে আগুন (Fire) লেগে যায়। যদিও তার আগেই কোনও রকম ভিতরে থাকা পড়ুয়াদের নামিয়ে দিয়েছিলেন চালক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলকারের চালকের উপস্থিত বুদ্ধির জেরেই বাচ্চাদের প্রাণ যায়নি। নাহলে মর্মান্তিক ঘটনা ঘটে যেতে পারত।
মঙ্গলবার শিলিগুড়ির চম্পাসারির দেবীডাঙা এলাকায় ঘটেছে এই ঘটনা। স্থানীয় সূত্রে খবর, মাটিগাড়ার একটি স্কুল থেকে ১৪ জন বাচ্চাকে নিয়ে ফিরছিল পুলকারটি। হঠাৎ গাড়িটিতে বিকট একটি আওয়াজ হয়। কিছু খারাপ হতে চলেছে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে গাড়ি থামান চালক। তারপর একে একে ১৪ জনকে বের করে আনেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাচ্চাদের নামানোর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পুলকারে আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে সেটি।
স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, পুলকারের বিকট আওয়াজে তারা চমকে গেছিলেন। তারপরই দেখেন চালক সব বাচ্চাদের বের করে নিরাপদ দূরত্বে নিয়ে যান। তারপরই গোটা গাড়ি জ্বলতে শুরু করে। খবর দেওয়া হলে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে প্রধাননগর থানার পুলিশ এবং দমকল। ঘণ্টাখানেকের মধ্যেই পুলকারের আগুন নেভাতে সক্ষম হন তারা।
কীভাবে গাড়িতে আগুন লাগল তা এখনও বলতে পারেনি পুলিশ। প্রাথমিক অনুমান, কোনও ভাবে শট সার্কিট থেকে আগুন ধরতে পারে। এদিকে পুলকারগুলির রক্ষণাবেক্ষণ হয় না বলে অভিযোগ তুলে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছেন অনেক অভিভাবকরা। তবে এই ঘটনায় বাচ্চাদের কারও কিছু হয়নি, সেটা জানতে পেরে সকলে স্বস্তি পেয়েছেন।
এদিকে পুলিশ জানিয়েছে, পুড়ে যাওয়া গাড়িটিকে থানায় আনা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে তার পরীক্ষা করানো হবে। আগুন লাগার সঠিক কারণ জানতে চায় তারা। এই ঘটনায় এখনও পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের হয়নি। হলে তদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ।