শেষ আপডেট: 4th December 2023 20:26
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: রবিবার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল মা ও মেয়ের জোড়া দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়ির শান্তিনগরে শোরগোল পড়ে গেছিল। মৃতদেহ উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যে পাওয়া যায় একটি সুইসাইড নোট। তা নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক। নোটে লেখা রয়েছে, প্রসেনজিৎ রায় নামে শাসক দলের এক স্থানীয় নেতার নাম।
শুধু প্রসেনজিৎই নন, আরও বেশ কয়েকজনের নাম লিখে গেছেন মৃত মহিলা লতা সরকার। লতাদেবীর ওই নোটে অভিযোগ করেছেন, যে জোর করে তাঁর স্বামীর জমি হাতিয়ে নিতে চাইছিলেন প্রসেনজিৎ রায় ও তাঁর দলবল। লতাদেবীর স্বামীকে নানা ভাবে চাপ দিচ্ছিলেন ওই নেতা। স্বামীর উপর সেই চাপ আসতে দেখে সহ্য করতে পারেননি লতাদেবী। তাই চরম পথে তিনি বেছে নেন।
লতাদেবীর স্বামী সাধন সরকারের দাবি, তৃণমূলের ওই নেতা তাঁকে হুমকি দিচ্ছিলেন। বাড়িতে এসে খুনের হুমকি দেওয়া হচ্ছিল। ইতিমধ্যে প্রসেনজিৎ রায় সহ পাঁচজনের নামে আশিঘর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন সাধনবাবু। ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
এই ঘটনা নিয়ে অভিযুক্ত প্রসেনজিৎ রায় সমস্ত অভিযোগ 'ভিত্তিহীন' বলে দাবি করেছেন। তাঁকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে বলে দাবি করে।