নিরাপত্তা বলয় টপকে মুখ্যমন্ত্রীর গাড়ির কাছে।
শেষ আপডেট: 24th September 2024 21:10
দ্য ওয়াল ব্যুরো: টোল প্লাজার জন্য কনভয়ের প্রতিটি গাড়ির গতি কমেছিল। সেই সুযোগেই দৌড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির কাছে পৌঁছে গেলেন এক যুবক! তাঁর হাতে একটি খাম!
ঘটনাকে ঘিরে মঙ্গলবার বিকেলে শোরগোল পড়ে যায় প্রশাসনের অন্দরে।
মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই চালকের পাশের আসনেই বসতে অভ্যস্ত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ব্যক্তি একেবারে মুখ্যমন্ত্রীর গাড়ির কাছে পৌঁছে যান। এমনকি গাড়ির উইন্ডস্ক্রিন দিয়ে একটি খামও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। ঘটনাকে কেন্দ্র করে টোলপ্লাজায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
টোল প্লাজা এলাকায় মুখ্যমন্ত্রীর কনভয়ের নিরাপত্তার দায়িত্বে ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। তিনি সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে পাকড়াও করেন। নিয়ে যাওয়া হয় থানায়।
পুলিশ সূত্রের খবর, ওই ব্যক্তি শাসকদলেরই স্থানীয় কাউন্সিলর। নিয়মভাঙার অভিযোগে ওই কাউন্সিলরকে থানায় নিয়ে যায় পুলিশ। পরে তাঁকে ছেড়েও দেওয়া হয়। তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয় নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিভিন্ন মহল।
স্থানীয় সূত্রের খবর, ডানকুনি রেল লাইনের তলায় আন্ডার পাস তৈরির দাবিতে স্থানীয় মানুষকে সঙ্গে নিয়ে অবস্থান আন্দোলন করছে তৃণমূল। এ ব্যাপারেই এদিন মুখ্যমন্ত্রীকে চিঠি দিতে গিয়ে পুলিশের হাতে আটক হন ওই কাউন্সিলর। যদিও তাঁর দাবি, এরকম কোনও ঘটনায় ঘটেনি।