শেষ আপডেট: 3rd January 2025 19:27
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মাধ্যমে ভাইরাল হওয়ার নেশার রিল বানাতে 'ব্যস্ত' পুলিশের একাংশ কর্তা থেকে কর্মী। এমনকী উর্দি পড়েও অনেকে রিল বানাচ্ছেন বলে অভিযোগ। কেউ কেউ আবার বিভিন্ন অপারেশনে নিজের সাফল্য বোঝাতে সেই ভিডিও সোশ্যাল মাধ্যমে পোস্ট করে থাকেন।
পুলিশ সূত্রের খবর, গত ২৩ ডিসেম্বর এ ব্যাপারে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের তরফে একটি নির্দেশিকা জারি করে কর্তা থেকে কর্মী সকলকে সতর্ক করা হয়েছিল। স্পষ্ট জানানো হয়েছিল, ব্যক্তিগত পোস্টে পুলিসের গাড়ি, অফিস চেম্বার, বিল্ডিং, রাষ্ট্রীয় প্রতীক, পুলিসের ব্যাজ, ইউনিফর্ম এসবের কোনও ছবিই ব্যবহার করা যাবে না। এমনকী সোশ্যাল মাধ্যমে বেশি মুখ না গুঁজে থেকে কাজে মনোনিবেশ করার পরামর্শও দেওয়া হয়েছিল।
অভিযোগ, গোয়েন্দা পুলিশের তরফে জারি করা ওই নির্দেশিকার পরেও একাংশ পুলিশ কর্তা এবং কর্মী রিল বানানোয় বুঁদ হয়ে রয়েছেন। সূত্রের খবর, কারা কারা নির্দেশিকা অমান্য করে এখনও সোশ্যাল মাধ্যমে বুঁদ হয়ে রয়েছেন, তাদের তালিকা তৈরির কাজ শুরু করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে, নির্দেশিকা জারির পরও কারা এখনও স্মার্ট ফোনের লোকেশন, জিও ট্যাগিং সিস্টেম অন রেখেছেন।
হঠাৎ এমন কড়াকড়ির কারণ কী?
বাংলাদেশের অশান্ত পরিস্থিতির পর এ রাজ্য থেকে একাধিক জঙ্গিকে পাকড়া করা হয়েছে। পুলিশের একটি অংশের মতে, পুলিশ কর্তাদের খবরাখবর জানতে সোশ্যাল মাধ্যমে নজরদারি বাড়িয়েছে জঙ্গিরা। ফলে কোনও কর্মী বা অফিসার যদি নিজের অফিস বা কর্মস্থল সংক্রান্ত ছবি সোশ্যাল মাধ্যমে পোস্ট করেন, তাতে আদতে জঙ্গিদের সুবিধে হয়ে যাচ্ছে। অন্যদিকে পুলিশের উর্দি পড়ে অনেকে যেভাবে ব্যক্তিগত রিল বানাচ্ছেন, তাতে জনমানসে পুলিশ সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়াও তৈরি হচ্ছে। সে কারণেই এই পদক্ষেপ।