আপাতত সরকারি হাসপাতালেই রাখা হয়েছে শিশুটিকে। পরে আইন মেনে সদ্যোজাতকে সরকারি কোনও হোমে পাঠানো হবে।
ফাইল ছবি।
শেষ আপডেট: 24 May 2025 08:29
দ্য ওয়াল ব্যুরো: গভীর রাত। ভুট্টাখেতে নিকষ অন্ধকারের মধ্যে সদ্যোজাতর গোঙানি (A newborn baby girl)! শুক্রবার রাতে মালদহের (Maldah) গাজলের (Ghazal ) মাসিমপুর গ্রামের ঘটনা।
ভুট্টাখেতের পাশেই রয়েছে পুকুর। সেই পুকুরের পাশ থেকেই নিজের গরু আনতে গিয়ে বিষয়টি নজরে পড়ে স্থানীয় এক ব্যক্তির। খবর পেয়ে গ্রামের বাকিরাও ছুটে আসেন। পরে পুলিশ গিয়ে সদ্যোজাত শিশুকন্যাটিকে উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতাল সূত্রের খবর, শিশুটি সুস্থ রয়েছে। শিশুটির ওজন ২.৩ কেজি। কে বা কারা এই সদ্যোজাত শিশুকন্যাটিকে এভাবে রাতের অন্ধকারে ভুট্টাখেতে ফেলে গেল, তা স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভুট্টাখেতের পাশে থাকা একটি চেয়ারে শোয়ানো ছিল শিশুকন্যাটিকে।
তাঁদের কথায়, "এলাকায় শেয়াল, কুকুরের যথেষ্ট উৎপাত রয়েছে। আর একটু হলেই তো ওরা ছিঁড়ে খেত শিশুকন্যাটিকে।" গোটা ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনও কুমারী মা হয়তো পরিস্থিতির চাপে শিশুকন্যাটিকে সেখানে ফেলে গিয়েছে। আপাতত সরকারি হাসপাতালেই রাখা হয়েছে শিশুটিকে। পরে আইন মেনে সদ্যোজাতকে সরকারি কোনও হোমে পাঠানো হবে।