শেষ আপডেট: 3rd December 2023 19:34
দ্য ওয়াল ব্যুরো, বর্ধমান: ‘খেলতে যাবি?’ পড়শি দাদুর সেই ডাকে মাঠে খেলতে যায় নাবালক। আর সেখানেই তার উপর যৌন নির্যাতন হয় বলে অভিযোগ। হাতেনাতে ধরা পড়তেই গ্রেফতার হয়েছেন অভিযুক্ত প্রতিবেশী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের জামালপুরে।
পুলিশ সূত্রের খবর, অভিযুক্তের নাম বিভাস কোনার। ৫৬ বছর বয়সি ওই প্রৌঢ় পূর্ব বর্ধমানের জামালপুরের বাসিন্দা। পেশায় তিনি মদ ব্যবসায়ী। অভিযোগ, শনিবার বিকেলে ৭ বছর বয়সি এক প্রতিবেশী নাবালককে খেলার নাম করে তিনি মাঠে নিয়ে যান। সেখানেই ছেলেটিকে যৌন নির্যাতন করা হয়।
এদিকে ঘটনাচক্রে নির্যাতিতের মামা সেখানে গেলে ওই প্রৌঢ় অপ্রস্তুত অবস্থায় ধরা পড়েন বলে অভিযোগ। তড়িঘড়ি তিনি পোশাক পরে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে নাবালকের মামা ঘটনাটি ভিডিও রেকর্ড করে নেন এবং সেখান থেকে তিনি ভাগ্নেকে উদ্ধার করেন বলে পুলিশি সূত্রে জানা গিয়েছে।
ওইদিনই গোটা বিষয়টি জানিয়ে জামালপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ বিভাস কোনারকে গ্রেফতার করেছে। রবিবার তাঁকে বর্ধমান আদালতে তোলা হয়।
এদিকে আদালতে নিয়ে যাওয়ার পথে বিভাস দাবি করেন যে তিনি কিছুই করেননি। মিথ্যে অভিযোগে তাঁকে ফাঁসানো হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দেশি মদের দোকান রয়েছে বিভাসের। তবে এলাকায় খুব একটা সুনাম নেই তার। তাঁর বিরুদ্ধে একাধিক ‘কুকীর্তি’-র অভিযোগও রয়েছে।