শেষ আপডেট: 27th May 2020 06:30
১০ থালা ভাত আর ৪০টা রুটি এক বেলার খাদ্য বিহারে সরকারি কোয়ারেন্টাইনে থাকা এই শ্রমিকের
দ্য ওয়াল ব্যুরো: কারও কারও খাওয়ার পরিমাণ বেশি হয়। তা বলে এতটা বেশি! ব্রেকফাস্টে ৪০টা রুটি আর দুপুরে ১০ থালা ভাত। বিহারের বক্সার জেলার এক কোয়ারেন্টাইন সেন্টারে গিয়ে সরকারি আধিকারিকরা চমকে গিয়েছেন। বক্সার জেলার মাঞ্জওয়ারির ওই কোয়ারেন্টাইন সেন্টারেই রয়েছেন রাজস্থান থেকে আসা পরিযায়ী শ্রমিক অনুপ ওঝা। বছর ২৩-এর অনুপ একাই দশ জনের খাবান খান বলে খবর পান আধিকারিকরা। এর পরে তাঁরা দুপুরে খাবারের সময়েই ওই সেন্টার পরিদর্শনে যান। বলা ভাল, অনুপ ওঝা সত্যই অতটা খান কিনা সেটা দেখতে যান।