শেষ আপডেট: 1st February 2021 15:50
দ্য ওয়াল ব্যুরো: দুষ্টুমি করলে, কথা না শুনলে, টানা কয়েকদিন অনুপস্থিত হলে, পড়া না করলে, কখনও সখনও স্কুলে একটু শাস্তি তো দেওয়াই হয়। এমনকি দু চার বেতের ঘা পড়ার বিষটাও তো অজানা নয় কারও। কিন্তু এবার এমন এক দোষে, স্কুলের প্রিন্সিপাল শাস্তি দিলেন, যা নিয়ে আপাতত শোরগোল পড়ে গেছে সারা বিশ্বে। কী দোষ! আমেরিকার রিজোয়েস ক্রিসচিয়ান স্কুলের ক্লাস টুয়ের এক ছাত্রী ক্লোয়ি শেলটন তার পছন্দের, ভাললাগার মানুষের কথা শেয়ার করেছেন। অর্থাৎ যার উপর তিনি ক্রাশ খান। আর সেই ক্রাশ কোনও পুরুষমানুষ নয়, তার প্রিয় বান্ধবী। এই শুনেই রাগে ফেটে পড়েছেন স্কুলের প্রিন্সিপাল। একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে পছন্দ হয় কি করে! আর এটাই কি পছন্দ করবার বয়স! এই দোষেই কঠিন শাস্তির কথা শুনিয়েছেন স্কুলের প্রিন্সিপাল। কী শাস্তি! না, এবারে তথাকথিত শাস্তি নয়। সাত বছরের ক্লোয়িকে একেবারে স্কুল থেকে তাড়িয়ে দিলেন প্রিন্সিপাল। কারণ এইধরনের কথা, আচরণ স্কুলের পরিবেশ 'নষ্ট' করবে বলেই তাঁর ধারণা। বলাই বাহুল্য, আধুনিক যুগেও এই ধরনের আচরণকে তীব্র নিন্দা করেছেন বহু মানুষ। এই প্রসঙ্গে সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে ক্লোয়ির মা'ডেলানি জানান, এক সপ্তাহ আগেই স্কুল থেকে গার্ডিয়ান কল করা হয়। সেখানে তাঁকে জানান হয়, তিনি যেন ক্লোয়িকে আর স্কুলে না পাঠান। এমনকি নতুন স্কুলে ভর্তি করার কথা জানিয়েও দেন তাঁরা। এখানেই শেষ নয়। ডেলানি জানান, তাঁর মেয়ে এতটাই ছোট যে সমলিঙ্গের ভালবাসা, প্রেম নিয়ে এখনও তার ধারণা পরিস্কার নয়। কিন্তু এত ছোট বয়সে স্কুল থেকে যে আঘাত সে পেল, সেটা তার মনের মধ্যে ভীষণ প্রভাব ফেলবে বলেই ক্লোয়ির মায়ের ধারণা। সাক্ষাৎকারে ডেলানি এও জানিয়েছেন, "আমাকে স্কুলে ডেকে পাঠানোর আগে, ক্লোয়িকে অনেককিছু বুঝিয়েছেন স্কুলের ভাইস প্রিন্সিপাল। তিনি বলেছেন বাইবেলে লেখা আছে, একজন মেয়ে পুরুষ ছাড়া কখনও মা হতে পারেন না। এমনকি আমাকে সমলিঙ্গের ভালবাসার প্রসঙ্গে জিজ্ঞেস করায়, আমি স্পষ্ট জানিয়ে দি যে আমার কোনও সমস্যা নেই।" জানা যাচ্ছে, ক্লোয়িকে শুধু নয়, সেই স্কুল থেকে তার পাঁচ বছরের ভাইকেও বহিস্কার করা হয়েছে। প্যানডেমিকের মধ্যে নতুন স্কুলে ভর্তি করা কঠিন হলেও, ক্লোয়ির পরিবার কিন্তু ভেঙে পড়েননি। এমনকি ডেলানি জানান এই ঘটনার পর তাঁরা মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন, আগামী দিনে ক্লোয়ির মত, পছন্দের উপর কোনও বিধিনিষেধ আরোপ করবেন না তাঁরা। বরং সমলিঙ্গের কাউকে ভালবাসলেও, তাঁদের কোনও আপত্তি থাকবে না।