শেষ আপডেট: 5th December 2024 19:39
দ্য ওয়াল ব্যুরো: মালদহের চাঁচল থানার রানাঘাট গ্রামে চাঞ্চল্য। সেখানকার একটি ফাঁকা মাঠে এক ঠিকাদারের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে।
অভিযোগ উঠছে বছর ৩৬-এর ওই ঠিকাদারকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। মৃতের নাম মোহাম্মদ ইসমাইল। স্থানীয়দের কথায়, বাড়ি থেকে প্রায় ৪০ কিমি দূরে পুখুরিয়া এলাকার একটি ফাঁকা মাঠ থেকে ইসমাইলের দেহ উদ্ধার হয়েছে। ইসমাইলের বাড়িতে রয়েছেন স্ত্রী ও তিন সন্তান।
মৃতের ভাইয়ের কথায়, 'খবরটা যখন পাই তখন বাড়িতে ছিলাম না আমি। বাড়ি এসে দেখি এই কাণ্ড। ওকে খুন করা হয়েছে এটা স্পষ্ট। শরীরে বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। পিস্তল বা ছুরি দিয়ে আঘাত করা হয়েছে বলে জানা যাচ্ছে। কে বা কারা খুন করল বুঝতে পারছি না। থানায় জানিয়েছি। কীভাবে দাদা মারা গেল পুলিশই তদন্ত করে দেখুক'।
পরিবার সূত্রে খবর, সোমবার বিকেল নাগাদ প্রতিবেশী এক যুবকের সঙ্গে গাড়ি করে বেরিয়ে যান ইসমাইল। তার কিছুক্ষণ পরই মৃত্যুর খবর আসে।
পুখুরিয়া এলাকার একটি নির্জন ফাঁকা মাঠ থেকে উদ্ধার হয় ইসমাইলের ক্ষতবিক্ষত দেহ। তাতেই শোরগোল পড়ে যায় এলাকায়। পরিবারের অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেই খুন করা হয়েছে তাঁকে।
ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানাচ্ছে, প্রাথমিক রিপোর্ট এলেই কী কারণে মৃত্যু তা স্পষ্ট করে বলা যাবে।