শেষ আপডেট: 20th February 2024 20:34
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: আসানসোলে একটি হোটেলের রুম থেকে উদ্ধার হল কলেজ ছাত্রের গুলিবিদ্ধ দেহ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই মঙ্গলবার কুমারপুরে উত্তেজনা তৈরি হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকার মনোজ সিনেমা হলের পাশে রয়েছে ওই হোটেল। সোমবার রাতে এক বান্ধবীকে নিয়ে সেখানে এসেছিলেন ওই কলেজ ছাত্র। ৩০৬ নম্বর ঘরটি ভাড়া নেন। হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ।
ওই কলেজ ছাত্রের বাড়ি কুলটি থানার নিয়ামতপুরের চক্রবর্তী পাড়ায়। নাম রোহন প্রসাদ। হোটেলকর্মী সূত্রে জানা গেছে, রোহনের সঙ্গে যে বান্ধবী এসেছিলেন, তিনিও সোমবার রাত নটা নাগাদ হোটেল থেকে বেরিয়ে যান। তারপর থেকে রোহন রুমে একাই ছিলেন। এদিন সকালে হোটেলের ওই ঘর থেকে বেরোননি রোহন। হোটেল ছাড়ার সময় পার হয়ে গেলেও ঘরের দরজা খোলেননি রোহন। তখনই হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়।
এরপরেই আসানসোল দক্ষিণ থানায় খবর দেন তাঁরা। ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকতেই পুলিশ দেখে, ওই ছাত্রের রক্তাক্ত দেহ বিছানায় পড়ে রয়েছে। কপালের ঠিক মাঝখানে ক্ষত চিহ্ন রয়েছে। পরে ঘটনাস্থলে যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিডি বা গোয়েন্দা দফতরের আধিকারিকরা।
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু হয়েছে। হোটেলের রুম থেকে একটি পাইপগানও উদ্ধার করা হয়েছে। পুলিশ আধিকারিক বলেন, কপালে গুলি লাগাতেই ওই যুবকের মৃত্যু হয়েছে। যুবকের সঙ্গে আসা বান্ধবীর খোঁজে তল্লাশি চলছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ওই যুবক আত্মঘাতী হয়েছেন।