শেষ আপডেট: 14th February 2025 14:29
দ্য ওয়াল ব্যুরো: চলতি সপ্তাহের শনি ও রবিবার ফের হাওড়া শাখায় বাতিল থাকবে একাধিক ট্রেন। এক বিজ্ঞপ্তিতে রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া-তারকেশ্বর-আরামবাগ শাখায় ব্রিজ মেরামত-রক্ষণাবেক্ষণের কাজ হবে। তাই বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।
ফলে সপ্তাহান্তে আবার দুর্ভোগে পড়তে চলেছেন যাত্রীরা। যদিও রেলের দাবি, সপ্তাহের বাকি পাঁচদিনের তুলনায় শনি ও রবিবার যাত্রী কম হয়। তাই সব দিক বিবেচনা করেই ওই দুটি দিন বেছে নেওয়া হয়েছে।
এর আগে বেনারস রোডে সেতু নির্মাণের জন্য হাওড়া ও লিলুয়ার মধ্যে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। ফের একই ঘটনা ঘটায় ক্ষুব্ধ যাত্রীরা।
রেল সূত্রে জানানো হয়েছে, শনিবার হাওড়া থেকে তারকেশ্বর গামী দুটি লোকাল (৩৭৩৪৯, ৩৭৩৫১) বাতিল করা হয়েছে। একইভাবে রবিবার তারকেশ্বর-হাওড়া গামী আটটি লোকাল, তারকেশ্বর-শেওড়াফুলি গামী ২টি লোকাল বাতিল করা হয়েছে।
এছাড়াও রবিবার বাতিল থাকবে গোঘাট-হাওড়া, গোঘাট-তারকেশ্বর, আরামবাগ-হাওড়া, হরিপাল-হাওড়া লোকাল ট্রেন। একইভাবে সংশ্লিষ্ট রুটে একাধিক আপ ট্রেনও বাতিল থাকবে। এছাড়াও হাওড়া ডিভিশনের দিয়ারা-নাসিবপুর ও নাসিবপুর-সিঙ্গুর স্টেশনের মধ্যে সেতু সংস্কারের জন্য কয়েকটি ট্রেন বন্ধ থাকবে।