শেষ আপডেট: 13th January 2023 13:20
দ্য ওয়াল ব্যুরো: বড় দুর্ঘটনার কবলে পড়ল নয়াদিল্লি-শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস (Rajhdhani Express)। শুক্রবার বিকেলে মোঘলসরাই থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে এই একটি ক্রেনে ধাক্কা মারে ১০০ কিলোমিটার বেগে ছুটতে থাকা রাজধানী। সেই ধাক্কার অভিঘাত এমনই ছিল যে ইঞ্জিন ভালমতো ক্ষতিগ্রস্ত হয়। আশপাশের বিদ্যুতের পোল উপড়ে যায়। শুধু তা নয়, জেসিভি-র লম্বা হাতার মতো অংশ ট্রেনের অনেকটা অংশে বিকট শব্দে ঘষতে ঘষতে যায়।
ট্রেন যাত্রীরা জানাচ্ছেন, এত বিকট শব্দ হয় যে তাঁরা অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। ইঞ্জিনও সম্ভবত বিকল হয়ে গিয়েছে বলে খবর। সন্ধে সওয়া ছ’টার খবর, শিয়ালদহগামী রাজধানী এক্সপ্রেসটি দাঁড়িয়ে রয়েছে দিল্লি থেকে মোঘলসরাইয়ে ঢোকার ৫০ কিলোমিটার আগে।
জানা গিয়েছে, রেল লাইনের ধারে রেলেরই নির্মাণ কাজ চলছিল। সেখানে ব্যবহার করা হচ্ছিল একটি বুম ক্রেন। তারই একটি অংশ লাইনের দিকে ঢুকেছিল। ঝড়ের গতিতে আসতে থাকা ট্রেনটি ধাক্কা মারে ক্রেনে।
এরপরে ইঞ্জিনটি ঘষটে ঘষটে কিছুটা এগিয়ে যায়। ইঞ্জিনের সামনের অংশে ক্রেনের একটি লোহার বিম ঢুকে যায়। সেটি ধাক্কা লাগতে লাগতে এগোয় ইঞ্জিনের সঙ্গে। একের পর এক পোল ভাঙতে থাকে। জানা গিয়েছে, একাধিক বগিও ক্ষতিগ্রস্থ হয়েছে।
এই রাজধানীটি বৃহস্পতিবারের। ঘন কুয়াশার জন্য এমনিতেই নয়াদিল্লি-শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস সাড়ে ১৬ ঘণ্টা দেরিতে চলছিল। তারমধ্যে এই দুর্ঘটনা ফের থমকে দিয়েছে রাজধানীকে।
রেলের এক অফিসার জানান, বলা যেতে পারে যে বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল শিয়ালদহ রাজধানী। কারণ, চালক যদি তৎক্ষণাৎ ব্রেক কষে ফেলতেন তাহলে ইঞ্জিন সহ ট্রেনের কয়েকটা বগি লাইনচ্যূত হয়ে যেতে পারত। কিন্তু বিপদের মুখে পড়েও তিনি ভাল সামাল দিয়েছেন পরিস্থিতি।
এদিনের দুর্ঘটনায় যাত্রীদের কেউ সেভাবে জখম হননি বলে খবর। কিন্তু তীব্র আতঙ্ক ছড়িয়েছে তাঁদের মধ্যে। সূত্রের খবর, ওই ইঞ্জিনটি বিকল হয়ে পড়ায় মোঘল সরাই থেকে নতুন ইঞ্জিন আনার তোড়জোড় শুরু করেছে রেল। যতক্ষণ না তা আসছে ততক্ষণ ওই জায়গায় থমকে থাকতে হবে রাজধানীকে। ফলে সব মিলিয়ে ২০-২২ ঘণ্টার কাছাকাছি দেরিতে শিয়ালদহ পৌঁছতে পারে রাজধানী।