শেষ আপডেট: 20th January 2025 19:26
দ্য ওয়াল ব্যুরো: ফের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠল। কাকতালীয়ভাবে, এদিনই আরজি করের চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ খুনের মামলায় সাজা ঘোষণা করেছে আদালত। আর এদিনই অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ-খুনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত ৯ জানুয়ারি থেকে ওই ছাত্রী নিখোঁজ ছিল। তদন্তে নেমে এদিন বিকেলে নিখোঁজ ছাত্রীর বাড়ির অদূরে একটি মাঠ খুঁড়ে তার নগ্ন দেহ উদ্ধার করে পুলিশ।
দেহ উদ্ধারকে ঘিরে এদিন বিকেলে রণক্ষেত্রর চেহারা নেয় বাসন্তী। দেহ আটকে পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান গ্রামবাসীরা। পরে উপযুক্ত তদন্তের আশ্বাস দিয়ে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
পরিবারের অভিযোগ, ঘটনার নেপথ্যে এলাকারই কয়েকজন যুবক জড়িত থাকতে পারে। তারাই খুনের পরে মেয়েটিকে ধর্ষণ করে মাটিতে পুঁতে দিয়েছে বলে অভিযোগ। এ ব্যাপারে ৯ জানুয়ারি থানাতে অভিযোগও জানিয়েছিলেন নিখোঁজ ছাত্রীর পরিবার।
পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি বলেন, ‘‘দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’