শেষ আপডেট: 9th January 2025 20:43
দ্য ওয়াল ব্যুরো: খেলতে খেলতে অসাবধানে ৭ বছরের এক শিশুর গলায় আটকে গিয়েছিল একটি কয়েন। রীতিমতো শ্বাসপ্রশ্বাস আটকে প্রাণঘাতী পরিস্থিতি তৈরি হয়।
তবে অদূরেই তৈরি হওয়া সেবাশ্রয় ক্যাম্পের উদ্যোগে এ যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছে শিশুটি। স্বভাবতই, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগকে ধন্য ধন্য করছেন এলাকার মানুষজন।
গত ২ জানুয়ারি ডায়মন্ড হারবারে বিনামূল্যে স্বাস্থ্যশিবির 'সেবাশ্রয়'-এর সূচনা করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাতদিন পার হওয়ার আগেই এই শিবির থেকে ১ লক্ষের বেশি মানুষ ইতিমধ্যে নিখরচায় চিকিৎসা পরিষেবা পেয়েছেন। ইতিমধ্যে সাংসদের এই উদ্যোগ এলাকার মানুষের মধ্যে সাড়াও ফেলেছে।
স্থানীয় সূত্রের খবর, এদিন বসুলডাঙ্গার সেবাশ্রয় শিবিরের তৎপরতায় প্রাণে বাঁচে ৭ বছরের শিশুটি। পরে শিশুটির বাবা হোসেন খান বলেন, "আমার ছেলে খেলতে খেলতে একটি কয়েন গিলে ফেলে। আমরা তাকে বসুলডাঙ্গার সেবাশ্রয় শিবিরে নিয়ে যায়। ওরাই শিশুর গলা থেকে কয়েন বের করে, তারপরে ডায়মণ্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করে।"
বস্তুত, সেবাশ্রয়ের প্রতি এভাবে আস্থা রাখার জন্য এলাকার মানুষকে অভিনন্দন জানিয়েছেন অভিষেকও।