শেষ আপডেট: 12th January 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: তার দুই সূর্য। দু’জনকে সামনে রেখেই পাক খেয়ে চলেছে সে। তার কক্ষপথ বাঁধা দুই সূর্যেরই সঙ্গে। এমন এক বিস্ময় গ্রহের খোঁজ পেয়েছে নাসা। আর এই গ্রহের খোঁজ যিনি দিয়েছেন তিনি কোনও অভিজ্ঞ, নামী জ্যোতির্বিজ্ঞানী নন। নেহাতই ১৭ বছরের এক কিশোর। নাসার গড্ডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে ইনটার্ন হিসেবে কাজ শুরু করেছিলেন মাত্র তিনদিন। তার মধ্যেই বিশ্বের তাবড় জ্যোতির্বিজ্ঞানী মহলে আলোড়ন ফেলে দিয়েছেন এই কিশোর। উলফ কুকিয়ার। নিউ ইয়র্কের স্কার্সডেল হাইস্কুলের এই মেধাবী ছাত্র মেরিল্যান্ডে নাসার গড্ডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে প্রজেক্টের কাজ শুরু করেছেন কয়েকদিন হল। গড্ডার্ডের ট্রানসিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট (TESS)বা টেসের লেন্সে চোখ রেখে তাঁর কাজ ছিল গ্রহ-নক্ষত্রের হালহকিকত দেখে নোট করে রাখা। সেটা করতে গিয়েই পৃথিবী থেকে ১৩০০ আলোকবর্ষ দূরে এক অজানা গ্রহের সংসারে আড়ি পেতে ফেলেছেন উলফ। টিওআই ১৩৩৮ (TOI 1338) সিস্টেমে এমন এক গ্রহের হদিশ পেয়েছেন উলফ যার একটা নয় দু’টো সূর্য। আর দু’জনকেই সমানভাবে খুশি করে চলছে এই গ্রহ। https://twitter.com/NASA/status/1214640574025875456?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1214640574025875456&ref_url=https%3A%2F%2Fwww.scoopwhoop.com%2Fnews%2F17-yr-old-discovered-a-planet-with-2-suns-while-interning-with-nasa-talk-about-a-rewarding-exposure%2F কিশোরের কথায়, ‘‘টিওআই ১৩৩৮ সিস্টেম থেকে আমি সিগন্যাল পেয়েছিলাম। এটা একটা বাইনারি সিস্টেম যেখানে একটা গ্রহের দুই সূর্য রয়েছে। বৃত্তাকার কক্ষপথে সেই গ্রহটি ঘুরে চলেছে তাদের কেন্দ্র করে।’’ নতুন খোঁজ পাওয়া এই গ্রহের নাম রাখা হয়েছে টিওআই ১৩৩৮বি। উলফ জানিয়েছেন, এই গ্রহটির দুই সূর্যকে সম্পূর্ণ পরিক্রমা শেষ করতে সময় লাগে ৯৩-৯৫ দিন। গ্রহটি পৃথিবীর থেকেও আকারে বড়। ভরও বেশি।