শেষ আপডেট: 24th September 2023 05:51
দ্য ওয়াল ব্যুরো: রবিবার একসঙ্গে ৯টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চালু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ন’টি নতুন রুটে এই সুপারফাস্ট এক্সপ্রেস চালু হওয়ায় মোট ১১টি রাজ্য আবার নতুন করে বন্দে ভারত পাবে। যার মধ্যে রয়েছে বাংলাও। ইতিমধ্যে এই রাজ্য দু’টি বন্দে ভারত আগেই পেয়েছে। প্রথমটি হাওড়া-নিউ জলপাইগুড়ি, এবং দ্বিতীয়টি হাওড়া-পুরী। আর এবার হাওড়া-পাটনা এবং হাওড়া-রাঁচি রুটে আরও দু’টি বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে বাংলা। এদিন বেলা সাড়ে ১২টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই সবক’টি ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এই নিয়ে বাংলা মোট চারটি বন্দে ভারত পেয়ে যাওয়ায় উচ্ছ্বসিত বঙ্গবাসী। হাওড়া-পাটনা এবং হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়ে যাওয়ায় কলকাতার সঙ্গে এই দুই ভিনরাজ্যের বড় শহরের মধ্যে যাতায়াতের অনেকটাই কমে আসবে। এবার বন্দে ভারতে হাওড়া থেকে পাটনা পৌঁছে যাওয়া যাবে মাত্র সাড়ে ৬ ঘণ্টায়। অন্যদিকে হাওড়া থেকে রাঁচি যেতে সময় লাগবে মাত্র ৭ ঘণ্টা। শুধু তাই না, সঙ্গে এই সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনে অত্যাধুনিক পরিষেবাও উপভোগ করতে পারবেন যাত্রীরা।
তবে আজ বন্দে ভারতগুলি উদ্বোধন হলেও হাওড়া রাঁচি বন্দে ভারত আগামী ২৭ সেপ্টেম্বর এবং হাওড়া-পাটনা বন্দে ভারত আগামী ২৬ সেপ্টেম্বর থেকে যাত্রী নিয়ে চলাচল শুরু করবে। হাওরা-পাটনা রুটের এক্সপ্রেসটি পশ্চিমবঙ্গের মধ্যে আসানসোল এবং দুর্গাপুরে থামবে। অন্যদিকে রাঁচির রুটের ট্রেনটি খড়্গপুর এবং পুরুলিয়ায় থামবে।
এবার দেখে নেওয়া যাক, এই ৯টি বন্দে ভারত এক্সপ্রেস কোন ১১টি রাজ্যের উপর দিয়ে চলবে। গুজরাত, রাজস্থান, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরল, কর্নাটক, এবং তামিলনাড়ু—তালিকায় রয়েছে এই রাজ্যগুলি। মনে করা হচ্ছে, বন্দে ভারতগুলি চালু হওয়ার ফলে রাজ্যগুলিতে পর্যটনের ক্ষেত্রে আরও সুবিধা হবে।
রবিবার ২টি বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে বাংলা, এই ট্রেন আরও আরামের, আরও আয়েশের হবে