শেষ আপডেট: 19th March 2023 10:53
দ্য ওয়াল ব্যুরো: গত বছরের নভেম্বর মাসে সামনে এসেছিল দিল্লির শ্রদ্ধা ওয়াকার (Shraddha Walker) হত্যাকাণ্ড। লিভ ইন সঙ্গী শ্রদ্ধাকে খুনের পর দেহ টুকরো টুকরো করে কেটে মেহেরৌলির জঙ্গলে ফেলে দিয়ে এসেছিল প্রেমিক আফতাব। শ্রদ্ধা হত্যাকাণ্ড সামনে আসার পর থেকেই দেশজুড়ে একাধিক খুনের ঘটনার খবর মিলেছে, যেখানে হত্যার পর একইভাবে টুকরো টুকরো করে কেটে ফেলা হয়েছে দেহ, তারপর ফেলে দিয়ে আসা হয়েছে বিভিন্ন জায়গায়। সম্প্রতি কর্নাটকে (Karnataka) তেমনই একটি হত্যা রহস্যের কিনারা করেছে পুলিশ, যেখানে প্রেমে বাধা দেওয়ার কারণে নিজের হাতে ভাইকে খুন করে দেহ টুকরো করে কেটেছিল দিদি (woman held for chopping brother)।
খুনের ঘটনাটি ঘটেছিল আজ থেকে ৮ বছর আগে। জিগানি এলাকায় আলাদা আলাদা জায়গা থেকে এক যুবকের কাটা দেহাংশ উদ্ধার করেছিল পুলিশ। মৃতদেহের বাকি অংশগুলির সন্ধান মিললেও মাথাটি পাওয়া যায়নি। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, দেহটি বিজয়পুরা জেলার বাসিন্দা লিঙ্গরাজু সিদ্দাপ্পা পূজারী নামে এক যুবকের।
২০১৫ সালে নিজেরই দিদি ভাগ্যশ্রীর হাতে খুন হন লিঙ্গরাজু। তবে সেই রহস্যের কিনারা করতে আট বছর লেগে গেছে পুলিশের। তদন্তকারীরা জানিয়েছেন, কলেজে পড়ার সময় ভাগ্যশ্রীর সঙ্গে বন্ধুত্ব হয় শিবপুত্র নামে এক যুবকের। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু বাড়ি থেকে তাদের সম্পর্ক মেনে নেওয়া হয়নি। এরপরেই বিজয়পুরা থেকে বেঙ্গালুরুতে চলে যান ভাগ্যশ্রী এবং শিবপুত্র। জিগানি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় কাজ নিয়ে ওই অঞ্চলেই একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন দুজনে।
প্রথম প্রথম সব ঠিকই ছিল। সমস্যা শুরু হয় যখন লিঙ্গরাজু তাঁর দিদি এবং শিবপুত্রের লিভ ইন সম্পর্কের কথা জেনে যান। তিনি সটান গিয়ে হাজির হন দুজনের ভাড়া বাড়িতে। ৩ জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। রাগের মাথায় প্রেমিকের সঙ্গে মিলে নিজে হাতে লিঙ্গরাজুকে খুন করে ভাগ্যশ্রী।
তারপর ভাইয়ের মৃতদেহ টুকরো টুকরো করে কেটে ফেলে ভাগ্যশ্রী এবং শিবপুত্র। মাথাটি আলাদা করে কেটে ফেলা হয় প্রথমেই। বাকি দেহটি দুটি আলাদা টুকরোয় কেটে প্লাস্টিকের প্যাকেটে ভরে ফেলে দিয়ে আসা হয় বিভিন্ন জায়গায়। হাতগুলি ফেলা হয় একটি মাংসের দোকানের সামনে। অন্য একটি প্যাকেট ছুড়ে ফেলে দেওয়া হয় একটি হ্রদে। পরে হাত এবং দেহের বাকি টুকরোগুলি উদ্ধার করা গেলেও লিঙ্গরাজুর মাথাটি খুঁজে পায়নি পুলিশ।
টানা ৮ বছর তদন্ত চালিয়ে শেষমেষ লিঙ্গরাজু হত্যা রহস্যের কিনারা করতে পেরেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, ভাইকে খুনের পর বেঙ্গালুরু থেকে পালিয়ে গিয়েছিল দুই অভিযুক্ত। বর্তমানে মহারাষ্ট্রের নাসিকে পরিচয় ভাঁড়িয়ে থাকছিল দুজন। সেখান থেকেই তাদের গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত দুজনকেই বেঙ্গালুরুতে নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
সবার সামনে মারতে মারতে তরুণীকে জোর করে গাড়িতে তুলছে যুবক! ভিডিও ভাইরাল