Date : 18th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বেঙ্গালুরুতে আবাসনের নিকাশি থেকে বেরিয়ে এল মাথার খুলি-হাড়গোড়! চক্ষু চড়কগাছ কর্মীদেরUPSC NDA & CDS II 2025: বাড়ল সময়সীমা, হাতে মাত্র ২ দিন, জেনে নিন কীভাবে আবেদন করবেনরিজার্ভ ব্যাঙ্কের মাধ্যমে চার হাজার কোটি টাকার ঋণ নিল নবান্ন ওবিসি-বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট, কী বললেন মমতা? তারকেশ্বর মন্দিরের কৌশলেই দিঘায় রথের ভিড় সামলানোর ভাবনা প্রশাসনের, কী সেই কৌশল?নির্বাচন কমিশন কি বিজেপির হয়ে কাজ করছে? কালীগঞ্জের উপ নির্বাচন নিয়ে বড় প্রশ্ন চন্দ্রিমারএখনও পর্যন্ত ভর্তি পোর্টালে কতজন নথিভুক্ত হলেন, কটি আবেদন জমা পড়ল? তথ্য দিলেন ব্রাত্যপ্রতিদিন খালি পেটে ভেজানো কিশমিশ, আপনার শরীর ভাল রাখার গোপন টনিক, কী বলছেন বিশেষজ্ঞরা৩ হাজার টাকা দিলেই সারাবছর টোল ফ্রি যাতায়াত! ফাস্টট্যাগে বিরাট সুবিধা নিয়ে হাজির কেন্দ্রটি-টোয়েন্টি বিশ্বকাপের ক্রীড়াসূচি প্রকাশ, গ্রুপ পর্বেই ভারত-পাকিস্তান ম্যাচ
Hooghly

বাড়িতে ঢুকে ৮ বছরের শিশুকে নৃশংসভাবে কুপিয়ে খুন! হুগলির কোন্নগরে চাঞ্চল্য

ভর সন্ধেয় বাড়িতে ঢুকে ৮ বছরের পড়ুয়াকে নৃশংসভাবে কুপিয়ে খুন করার ঘটনা ঘটল হুগলির কোন্নগরে। শুক্রবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে কোন্নগরের কানাইপুর আদর্শনগর ইংলিশ রোড এলাকায়।

বাড়িতে ঢুকে ৮ বছরের শিশুকে নৃশংসভাবে কুপিয়ে খুন! হুগলির কোন্নগরে চাঞ্চল্য

শেষ আপডেট: 17 February 2024 10:00

দ্য ওয়াল ব্যুরো: ভর সন্ধেয় বাড়িতে ঢুকে ৮ বছরের পড়ুয়াকে নৃশংসভাবে কুপিয়ে খুন করার ঘটনা ঘটল হুগলির কোন্নগরে। শুক্রবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে কোন্নগরের কানাইপুর আদর্শনগর ইংলিশ রোড এলাকায়।

ঘটনার বীভৎসতায় আতঙ্কিত হয়ে পড়েছেন বাসিন্দারা। কারা, কী কারণে ছোট্ট ওই শিশুকে খুন করা হল, তা খতিয়ে দেখছে পুলিশ। 

পুলিশ সূত্রের খবর, ফাঁকা বাড়ির সুযোগ নিয়েই চতুর্থ শ্রেণির পড়ুয়া স্নেহাংশু শর্মাকে কুপিয়ে খুন করেছে দুষ্কৃতীরা। স্নেহাংশুর শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। মাথায় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলে পুলিশের অনুমান। দেহ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয় । চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সন্ধেয় বাড়িতে একাই ছিল ছোট্ট স্নেহাংশু। খাটে যেখানে তার কোপানো দেহ পড়েছিল, পাশেই বই খাতার পাতা খোলা ছিল। যা দেখে পুলিশের অনুমান, ওই পড়ুয়া পড়ছিল। তখনই আততায়ী তাকে খুন করে।

স্নেহাংশুর বাবা পঙ্কজ শর্মা কলকাতার একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন। মা গুড্ডিদেবী স্থানীয় একটি কসমেটিকের দোকানে কাজ করতে গিয়েছিলেন। পাশের বাড়ির খুড়তুতো বোন স্নেহাংশুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ৷ সেই অন্যদের খবর দেয়। 

পারিবারিক শত্রুতা নাকি অন্য কোনও কারণ খুন, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ ঘটনার জেরে এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। তাঁরা পুলিশি নজরদারির দাবি জানিয়েছেন।


ভিডিও স্টোরি