শেষ আপডেট: 10th June 2023 12:02
পাঞ্জাবে আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকাতি! ভরদুপুরে নগদ ৭ কোটি টাকা লুঠ করে পালাল দুষ্কৃতীরা
দ্য ওয়াল ব্যুরো: দিনের ডাকাতি আর কাকে বলে। ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিস কোম্পানির অফিসে আগ্নেয়াস্ত্র নিয়ে হানা দিয়ে নগদ সাত কোটি টাকা লুঠ করে পালাল ডাকাতরা (7 crore cash robbed)!
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ১.৫০ নাগাদ পাঞ্জাবের (Punjab Robbery) রাজগুরু নগর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুরে অন্তত ১০ জন সশস্ত্র দুষ্কৃতী ঢুকে পড়ে সংস্থার অফিসে। নিরাপত্তারক্ষীদের ভয় দেখিয়ে অফিসের ভিতরে ঢুকে পড়ে তারা। তারপর নগদ টাকা ভর্তি একটি ভ্যান নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
তদন্তকারীরা জানিয়েছেন, অন্ততপক্ষে নগদ সাত কোটি টাকা ছিল ওই ভ্যানটিতে। যদিও সঠিকভাবে কত টাকা খোয়া গেছে তা এখনও বলতে পারছেন না সংস্থার আধিকারিকরা।
পুলিশ জানিয়েছে, যে ভ্যানটি নিয়ে ডাকাতরা পালিয়ে ছিল সেটিকে মূল্যানপুর-ডাখা এলাকা থেকে পাওয়া গেছে। গাড়ির ভিতর থেকে দুটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে। লুধিয়ানার পুলিশ কমিশনার মনদীপ সিং সিধু এ ব্যাপারে সংস্থার দায়িত্বজ্ঞানহীনতাকেই দোষ দিয়েছেন। তিনি জানিয়েছেন, ঘটনার সময় সংস্থার অফিসের বাইরে অন্তত ১৬টি নগদ টাকা-বোঝাই ভ্যান দাঁড় করানো ছিল। ওই বিপুল পরিমাণ টাকা কোনও সিন্দুক কিংবা লকারে রাখা ছিল না। গাড়ির ভিতর একেবারে সাধারণভাবেই রেখে দেওয়া হয়েছিল নগদ টাকা।
তিনি আরও জানিয়েছেন, দুষ্কৃতীরা সিসিটিভি ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডারগুলিও খুলে নিয়ে গেছে। ঘটনার সময় সংস্থার অফিসে পাঁচ জন সশস্ত্র নিরাপত্তাকর্মী থাকলেও তাঁরা ডাকাতি আটকানোর কোনও রকম চেষ্টা করেননি বলেই জানিয়েছে পুলিশ।ইতিমধ্যেই অভিযুক্তদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে। একাধিক অ্যান্টি গ্যাংস্টার টাস্ক ফোর্স এবং কাউন্টার ইনটেলিজেন্স দল গঠন করে দুষ্কৃতীদের ধরার জন্য খোঁজ চালানো হচ্ছে।
মরুরাজ্যের 'সোনার কেল্লা', রাজপুতদের ডেরায় বিশ্বের প্রথম সারির গ্র্যান্ড হোটেল রামবাগ প্যালেস