শেষ আপডেট: 17th August 2024 22:58
দ্য ওয়াল ব্যুরো: আরজি কাণ্ডের মাঝেই দু'দিন ব্যাপী জলসার আয়োজন করা হয়েছিল রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে। সেই অনুষ্ঠানের বিরুদ্ধে সরব হয়ে গ্রেফতার বিজ্ঞানী, শিল্পী, চিকিৎসক সহ মোট ৭ বিশিষ্ট জন! ধুন্ধুমার কাণ্ড ঘটে গেছে জলপাইগুড়িতে।
'জলসা নয়, বিচার চাই', এই দাবিতে আন্দোলন শুরু হয়েছিল জলপাইগুড়িতে। এমন মর্মান্তিক সময়ের মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিলের দাবিতে প্রতিবাদ জানাচ্ছিলেন তাঁরা। এর জন্যই তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ। এঁদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক ক্ষ্যাতি সম্পন্ন বিজ্ঞানী ডক্টর সুবীর সরকার সহ সাতজন। প্রত্যেককে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়েছে।
১৭ এবং ১৮ অগস্ট জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে তথ্য সংস্কৃতি দফতরের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে প্রয়াত বিশিষ্ট গায়ক গায়িকাদের স্মরনে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। উপস্থিত থাকার কথা রয়েছে মন্ত্রী ইন্দ্রনীল সেন সহ অরুন্ধতী হোম চৌধুরী, শিবাজি চট্টোপাধ্যায়, রূপঙ্কর সহ আরও অনেক বিশিষ্ট গায়ক গায়িকাদের। সেই অনুষ্ঠান বন্ধের দাবিতেই বিক্ষোভ প্রদর্শিত হয়।
বিক্ষোভকারীদের পক্ষ থেকে বলা হয়েছে, এমন একটা সময়ে এই ধরনের অনুষ্ঠান না হওয়াই বাঞ্ছনীয় ছিল। যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে মানুষ নিজেদের মতো করে নানাভাবে ক্ষোভ প্রকাশ করছেন। তবে পুরোটাই হচ্ছে শান্তিপূর্ণ ভাবে। সেই জায়গা থেকে এই গ্রেফতারি এবং মহিলাদের ধাক্কা দিয়ে প্রিজন ভ্যানে তোলা জলপাইগুড়ির মানুষ দেখেনি। 'কোন রাজ্যে আমরা বাস করছি, যারা নারী নিরাপত্তার কথা বলছে তারা কি আদৌ সেটা প্রকৃতপক্ষে চান', এই প্রশ্ন তোলা হয়েছে।