শেষ আপডেট: 7th January 2020 14:10
দ্য ওয়াল ব্যুরো: নির্ভয়াকাণ্ডে ৪ দোষী অক্ষয় ঠাকুর সিং, মুকেশ সিং, পবন গুপ্তা এবং বিনয় শর্মাকে ২২ জানুয়ারি ফাঁসির নির্দেশ দিয়েছে পাতিয়ালা হাউস কোর্ট। তিহাড় জেলে সকাল ৭টায় একই ফাঁসির মঞ্চে একসঙ্গে ফাঁসি হবে এই চারজনের। তার জন্যই তিহাড় জেলে এখন চলছে প্রস্তুতি। তৈরি হচ্ছে বিশাল ফাঁসি মঞ্চ। মৃত্যুদণ্ডের সাজা বহাল থাকার পর নির্ভয়ার মা জানিয়েছেন, “আইনের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস আবার ফিরবে। আমার মেয়েটা বিচার পাবে।”