শেষ আপডেট: 2nd December 2024 17:35
দ্য ওয়াল ব্যুরো: রেল-সহ কেন্দ্রের বিভিন্ন দফতরের অসহযোগিতায় প্রায় ১০ লক্ষ পরিবার অর্থাৎ রাজ্যের প্রায় ৫০ লক্ষ মানুষ সরকারের বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সোমবার নবান্নের বৈঠকে রীতিমতো পরিসংখ্যান তুলে ধরে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ ব্যাপারে মুখ্যসচিব মনোজ পন্থর উদ্দেশে মুখ্যমন্ত্রী এও বলেন, "ওদেরকে ইমিডিয়েট কো-অপারেশন করতে বলুন, না হলে যা ব্যবস্থা নেওয়ার নিতে হবে।"
মুখ্যমন্ত্রী বলেন, ভোটের প্রচারে ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার কথা বলে, অথচ কেন্দ্রের বিভিন্ন দফতরের জন্য রাজ্যের প্রায় ৫০ লক্ষ মানুষ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে। এরমধ্যে রেলওয়ের জন্য ১ লক্ষ ৩৪ হাজার পরিবার জল পাচ্ছে না। এনএইচ এর জন্য ১ লক্ষ ১৮ হাজার পরিবার জল পাচ্ছে না।
এ প্রসঙ্গে ডিভিসিকেও এক হাত নেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ডিভিসি শুধু বন্যার জল ছাড়তে জানে, খাবার জল দেয় না। ওদের জন্য প্রায় ৪ লক্ষ পরিবার পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
এভাবে একে একে কেন্দ্রের বিভিন্ন দফতরের জন্য কোথায় কত মানুষ সরকারের ঘরে ঘরে জল পরিষেবা থেকে বঞ্চিত, তার তালিকাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
প্রশাসন সূত্রের খবর, ২০২৫ সালের এপ্রিলের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছানোর টার্গেট রয়েছে রাজ্যের। সব মিলিয়ে ১ কোটি ৭৭ লক্ষ বাড়িতে জলের সংযোগ পৌঁছে দেওয়ার কথা। ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় রাজ্যজুড়ে সেই কাজও চলছে। পিএইচই-র দাবি ইতিমধ্যে ৯০ শতাংশ বাড়িতে সংযোগ পৌঁছে গেছে। যদিও তা নিয়ে গত ২৬ নভেম্বরের প্রশাসনিক বৈঠকে সন্দেহ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
এরপরই বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ পুনরায় রি-চেক করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তারপরই সামনে এসেছে ভয়াবহ এই তথ্য। এদিন জনস্বাস্থ্য কারিগরি দফতরের কাজ থেকে পাওয়া সেই পরিসংখ্যান জনসমক্ষে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে কাজে গাফিলতির অভিযোগে একাধিক ঠিকাদার, একাধিক ইঞ্জিনিয়রের বিরুদ্ধে আইনি পদেক্ষপ নেওয়ার কথাও জানান রাজ্যের প্রশাসনিক প্রধান।