শেষ আপডেট: 18th January 2025 10:32
দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে বোমা মজুত রাখার অভিযোগে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করল পুলিশ। ধৃতর নাম আবুতালেম মণ্ডল।
শাসকদলের নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ বোমা উদ্ধারের ঘটনায় জনমানসে শোরগোল ছড়িয়েছে। কী কারণে এত বোমা মজুত করা হয়েছিল, ধৃতকে জেরা করে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রের খবর, সম্প্রতি আমডাঙায় জমি নিয়ে বিবাদে নাম জড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য আবুতালেমের। এ নিয়ে সম্প্রতি গোলমালও হয়। ওই ঘটনার তদন্তে নেমে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে জেরা করে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যর বাড়িতে বিপুল পরিমাণ বোমামজুতের খবরের পান তদন্তকারীরা।
এরপর শুক্রবার রাতে স্থানীয় থানার আইসির নেতৃত্বে পুলিশ বাহিনী ওই পঞ্চায়েত সদস্যর বাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি ড্রাম থেকে ৫০টি বোমা উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে রাতেই বোম্বগুলি নিষ্ক্রিয় করে বোম স্কোয়াড।
এর আগে গত বছর আমডাঙায় আততায়ীদের হামলায় খুন হয়েছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডল। ফের এলাকা থেকে বিপুল বোমা উদ্ধারের ঘটনায় আবারও এলাকার কারও ওপর হামলার জন্যই এই বোমা মজুত করা হয়েছিল বলে স্থানীয়দের অভিযোগ।