শেষ আপডেট: 4th April 2023 05:30
দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে বসে মায়ের মোবাইল নিয়ে একা একাই খেলছিল পাঁচ বছরের ছোট্ট মেয়ে। কিন্তু খেলার ছলেই সে এমন কাণ্ড ঘটাল, যে, মায়ের মাথায় হাত! ছোট্ট মেয়ে কিছু না বুঝেই মায়ের অ্যামাজন (Amazon) অ্যাকাউন্ট থেকে অর্ডার দিয়ে ফেলল ৩ হাজার ডলারেরও বেশি দামি জিনিসপত্র, ভারতীয় মুদ্রায় যার মূল্য তিন লক্ষ টাকারও বেশি।
ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) ম্যাসাচুসেটসে। ৫ বছরের সেই খুদের নাম লীলা ভারিস্কো। লীলার মা জেসিকা নুন্স জানিয়েছেন, একদিন হঠাৎ করে অ্যামাজনের তরফে একটি মেসেজ আসে তাঁর কাছে। তাকে বলা হয় জেসিকার অর্ডার করা কিছু জিনিসপত্র ইতিমধ্যেই শিপড হয়ে গেছে, দু-এক দিনের মধ্যেই তা পৌঁছে যাবে তাঁর কাছে। জেসিকা তো অবাক, তিনি তো কিছু অর্ডার করেননি! এরপর অ্যামাজনের অর্ডার হিস্ট্রি চেক করতে গিয়েই তাঁর মাথায় হাত। দেখা গেল, তাঁর অ্যাকাউন্ট থেকে অর্ডার করা হয়েছে ১০টি কিডস বাইক, একটি কিডস জিপ, এবং মহিলাদের ৭ নম্বর মাপের ১০টি কাউগার্ল বুট।
ভাল করে ভেবে দেখার পর জেসিকা বুঝতে পারেন, এ তাঁর মেয়েরই কীর্তি। ১০টি বাইক এবং জিপ মিলয়ে মোট দাম ৩ হাজার ১৮০ ডলার। জুতোগুলির দাম ৬০০ ডলার। জেসিকা জানিয়েছেন, তিনি যতক্ষণে খেয়াল করেন, ততক্ষণে ৫টি বাইক এবং জিপটির শিপিং হয়ে গিয়েছিল। বাকি ৫টি বাইক এবং জুতোগুলির অর্ডার ক্যানসেল করতে পেরেছিলেন তিনি। বাইকগুলি আবার ফেরতযোগ্য ছিল না। তখন রাত ২টো হবে, অ্যামাজনের কাস্টোমার কেয়ারে ফোন করেন জেসিকা। দীর্ঘক্ষণ কথাবার্তার পর অবশেষে ই-কমার্স সাইটটি শিপিং হয়ে যাওয়া বাইকগুলির অর্ডার বাতিল করতে সম্মত হয়।
কিন্তু ছোট্ট লীলা এত কিছু অর্ডার করল কী ভাবে? 'ওই তো, শুরুতে কয়েকটা বাটন প্রেস করলাম, তারপর একটা বাদামি বাটন ছিল, সেটাও প্রেস করলাম। হয়ে গেল,' জানিয়েছে লীলা নিজেই।
তবে এমন ভুলের জন্য মেয়েকে কোনও বকাঝকা কিংবা শাস্তি দেননি জেসিকা। উল্টে তিনি জানিয়েছেন, এই অভিজ্ঞতা মেয়েকে শিক্ষা দেওয়ার কাজে লাগাবেন তিনি।
'আমি ওকে বলেছি, ও যদি ভাল আচরণ করে, আর বাড়ির ছোটোখাটো কাজ করতে শেখে, তাহলে ও পুরস্কার হিসেবে এরকম একটা বাইক পেতে পারে,' জানিয়েছেন জেসিকা।
গৃহহীন রাহুলকে আশ্রয় দিতে চান কপিলমুনি আশ্রমের মহন্ত, ফ্ল্যাট দিতে চান দিল্লির মহিলা