শেষ আপডেট: 14 August 2022 21:42
দ্য ওয়াল ব্যুরো: পতাকা উত্তোলনের পর লালকেল্লায় (Red Fort) জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ভাষণের শুরুতেই তিনি বলেন, নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার সময় এখন। বাপু, নেতাজি সুভাষচন্দ্র বসু, বাবাসাহেব আম্বেদকর, বীর সাভারকর, জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, লাল বাহাদুর শাস্ত্রী সকলের কথায় স্মরণ করেন মোদী আজকের মঞ্চ থেকে। ভবিষ্যতে ৫টি বড় সংকল্প (5 plans) নিয়ে এগিয়ে যাওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী। আগামী ২৫ বছর (25 years) এই সংকল্পগুলিতে অবিচল থাকার জন্য জাতির উদ্দেশে ডাক দিয়েছেন তিনি।
'আজাদি কা অমৃত মহোৎসব' পালন চলছে গোটা দেশ জুড়ে। সারা দেশে পতাকা উত্তোলন ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পলিত হচ্ছে স্বাধীনতা দিবস।
এদিন সকাল ১০টায় রেড রোডে পতাকা উত্তোলন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর, একনজরে রইল কর্মসূচী