শেষ আপডেট: 6th October 2024 16:07
দ্য ওয়াল ব্যুরো: ধর্মতলার ধর্নামঞ্চ থেকে জয়নগরের মহিষমারির উদ্দেশে আজ রওনা দিয়েছিলেন সিনিয়র চিকিৎসকদের একটি দল। এবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট-এর তরফ থেকে পাঁচজন সদস্য জয়নগর যাচ্ছেন। নিহত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করবেন জুনিয়র ডাক্তাররা।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট-এর অন্যতম মুখ দেবাশিস হালদার বলেন, জয়নগরের বুকে একটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার ঘটেছে। আমরা যে দশ দফা দাবিতে আমরণ অনশন করছি তার মধ্যে একটা দাবি ছিল যে আর একটা অভয়া যাতে না ঘটে তা নিশ্চিত করতে হবে। কিন্তু আমরা দেখলাম আন্দলনের মাঝখানেই চতুর্থ শ্রেণির এক ছাত্রীর সনে এরকম একটা ঘটনা ঘটল। ঠিক যেমন আরজি করে পুলিশের ভূমিকা দেখেছি তেমনই সন্দেহজনক জায়গা, তথ্যপ্রমাণ লোপাটের মতো একই রকম জিনিস আমরা জয়নগরেও দেখছি।'
তিনি বলেন, 'এই জায়গায় দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল পরিবারের পাশে থাকতে চাইছি। আর তাই আমরা সেখানে আজ যাচ্ছি। এবং পাশাপাশি আমরা এটাও মনে করিয়ে দিতে চাই, যে ঘটনাটা ঘটেছে তাতে বার বার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এটা লজ্জাজনক।' আমরা শোকস্তব্ধ। আমাদের বলার কোনও ভাষা নেই। পরিবারের পাশে দাঁড়াতে আমাদের পাঁচজনের প্রতিনিধি দল পরিবারের কাছে যাচ্ছি।'
প্রসঙ্গত, পুলিশি নিষ্ক্রিয়তার এই অভিযোগে শনিবার সকালে তেতে উঠেছিল গ্রাম। ভাঙচুর চালানো হয় ফাঁড়িতে। আগুন ধরিয়ে দেওয়া হয়। এমনকী পুলিশকে ঝাঁটা দিয়েও মারেন গ্রামবাসীরা। সুবর্ণ গোস্বামীর কথায়, "এটা কিন্তু একদিনের ক্ষোভ নয়। দিনের পর দিন জমতে থাকা ক্ষোভের বর্হিপ্রকাশ ঘটেছে মহিশমারিতে।"
এদিন নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করবেন চিকিৎসক দল। অন্যদিকে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে এদিনই জয়নগর থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। দুপুরে থানা ঘেরাওয়ের নেতৃৃত্বে থাকবেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।