শেষ আপডেট: 26th December 2022 10:12
দ্য ওয়াল ব্যুরো: বুদ্ধগয়ায় (Bodh Gaya) করোনা আক্রান্ত পাঁচ বিদেশি নাগরিককে (foreigners) চিহ্নিত করেছে প্রশাসন। তাঁদের চারজন থাইল্যান্ড, একজন মায়ানমারের বাসিন্দা। তাঁরা তীর্থযাত্রায় বিহারে আসার পর কোভিডের (Corona) উপসর্গ ধরা পড়ে। প্রশাসন তাদের কোভিড পরীক্ষা করায়। পাঁচজন কোভিড পজিটিভ বলে চিহ্নিত হয়েছেন।
আজ বুদ্ধগয়ার দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার রঞ্জন কুমার সিং এই খবর জানিয়েছেন। প্রশাসনের তরফে বলা হয়েছে, গয়া বিমানবন্দরে করোনা সতর্কতা বাড়ানো হয়েছে। বিহারের ওই বিমানবন্দরে চিন, জাপান, থাইল্যান্ড, মায়ানমার-সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির বৌদ্ধ ধর্মাবলম্বী নাগরিকদের নিয়মিত যাতায়াত আছে।
তাঁদের অনেকেই কলকাতা হয়ে সেখানে যান। কলকাতায় বিমানে আসেন তাঁরা। অনেকে দেশের অন্যান্য শহর ঘুরে ট্রেনেও যান। সেই কারণে বুদ্ধগয়ার করোনা আক্রান্ত বিদেশি নাগরিকেরা কোন পথে সেখানে গিয়েছিলেন জানার চেষ্টা হচ্ছে। তবে এই ঘটনার প্রেক্ষিতে কলকাতা বিমানবন্দরে সতর্কতা বাড়ানো হয়েছে। গয়া রেল স্টেশনেও বিদেশি নাগরিকদের নমুনা পরীক্ষা করানো হচ্ছে।
সরকারি সূত্রে খবর, সপ্তাহান্তে মোট ৩৩ জন বিদেশির নমুনা পরীক্ষা করা হয়েছিল। তাঁদের মধ্যে পাঁচজনের করোনা ধরা পড়ে। আক্রান্তদের চারজন মহিলা। তাঁদের বয়স ৩৫ থেকে ৭৫-এর মধ্যে। সংক্রামিতদের অবস্থা স্থিতিশীল ছিল বলে জানানো হয়েছে।
ধরেই নেওয়া যায় পাঁচ আক্রান্তর করোনা টিকা নেওয়া আছে। কারণ, টিকা নেওয়া না থাকলে ভিসা পাওয়ার কথা নয়। গয়া প্রশাসন এই বিষয়ে বিশদ তথ্য সংগ্রহ শুরু করেছে।
প্রয়াত গাভাসকারের মা, দুঃসংবাদ পাওয়ার পরেও ধারাভাষ্য ছেড়ে আসেননি সানি