শেষ আপডেট: 20th June 2020 12:33
দিল্লিতে করোনা রোগীর বাধ্যতামূলক সরকারি কোয়ারান্টাইনের নির্দেশ বাতিল
দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজাল নির্দেশ দিয়েছিলেন, এবার থেকে রাজধানীতে কেউ করোনা পজিটিভ হলে তাঁকে পাঁচদিন সরকারি কোয়ারান্টাইন সেন্টারে থাকতেই হবে। তিনি উপসর্গহীন হলেও তাঁকে বাড়িতে থাকতে দেওয়া হবে না। ওই নির্দেশ নিয়ে বিরাট বিতর্ক সৃষ্টি হয়। শনিবার বিকালে জানা গেল, সেই নির্দেশ প্রত্যাহার করা হয়েছে। শনিবার দুপুরে এই নির্দেশের তীব্র বিরোধিতা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর কথায়, "ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ নির্দেশ দিয়েছে, যে করোনা রোগীদের শরীরে উপসর্গ নেই তাঁরা বাড়িতে আইসোলেশনে থাকতে পারেন। কিন্তু দিল্লির জন্য আলাদা নির্দেশিকা জারি করা হচ্ছে কেন? এখানে বেশিরভাগ করোনা রোগীরই শরীরে উপসর্গ নেই। অতজনকে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা যাবে কী করে?" এদিন দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির বৈঠকে উপস্থিত ছিলেন কেজরিওয়াল। উপমুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়াও উপস্থিত ছিলেন। সেই বৈঠকেই অনিল বাইজালের নির্দেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কেজরিওয়াল। তাঁর কথায়, "রেলওয়ে বলছে, রোগীদের ট্রেনের কামরায় রাখা যেতে পারে। কিন্তু এই প্রচণ্ড গরমে সেখানে মানুষ থাকবে কী করে। আমরা গরিব রোগীদের আগে পরিষেবা দেব। উপসর্গহীন রোগীদের নিয়ে ব্যস্ত থাকলে কীভাবে তা সম্ভব হবে? আমাদের অত স্বাস্থ্যকর্মী নেই।" পরে কেজরিওয়াল আশঙ্কা প্রকাশ করে বলেন, "করোনা পজিটিভ হলেই সরকারি কোয়ারান্টাইন সেন্টারে যেতে হবে ভেবে অনেকে হয়তো ভয় পাবে। তারা টেস্ট করাতেই আসবে না। সেক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠবে।" দিল্লির মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিশ্বে কোথাও উপসর্গহীন রোগীদের সরকারি কোয়ারান্টাইন সেন্টারে রাখা হচ্ছে না। মণীশ শিশোদিয়া টুইট করে বলেন, দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির বৈঠকে কোনও সিদ্ধান্ত হয়নি। দিল্লি সরকার হোম আইসোলেশন নিয়ে লেফটেন্যান্ট গভর্নরের নির্দেশের বিরোধিতা করেছে। এদিন সন্ধ্যায় ফের মিটিং হবে। মহারাষ্ট্র ও তামিলনাড়ুর পরে রাজধানী দিল্লিতেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কোভিড ১৯ রোগে আক্রান্ত হয়েছেন। শুক্রবার শহরে আক্রান্ত হয়েছেন ৩ হাজার জনের বেশি। দিল্লিতে এযাবৎ আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৫০ হাজার।