শেষ আপডেট: 25th May 2018 07:13
দ্য ওয়াল ব্যুরো: কর্নাটক হাতছাড়া হওয়ার পর আগামী বছরের লোকসভা ভোটের জন্য পুরোদমে প্রস্তুতি শুরু করল বিজেপি। আগামীকাল কেন্দ্রে এনডিএ সরকারের চার বছর পূর্ণ হচ্ছে। সেই উপলক্ষে বিজেপি নতুন স্লোগান দেবে, ২০১৯ মে ফির মোদী সরকার। গত চার বছরে সরকার কি কাজ করেছে তা তুলে ধরা হবে. সেই সঙ্গে বলা হবে, সরকার যা করেছে, সদুদ্দেশ্য নিয়েই করেছে। আগামীকাল সরকারের চার বছর পূর্তি উৎসব উপলক্ষে মোদী উড়ে যাচ্ছেন ওড়িশার কটকে। সেখানে এক জনসভায় ভাষণ দেবেন। ওই রাজ্য থেকে মোট ২১ জন সাংসদ নির্বাচিত হন। তাঁদের মধ্যে বিজেপির সাংসদ রয়েছেন মাত্র একজন। বিজেপির ধারণা, গত কয়েক বছরে ওই রাজ্যে দলের সংঠন বেড়েছে। আগামী ভোটে ভালো ফল হবে। আগামীকাল দিল্লিতে সাংবাদিক বৈঠক করে বিজেপি সভাপতি অমিত শাহ সরকারের গত চার বছরের কাজকর্মের হিসাব দেবেন। এই উপলক্ষে তিন মিনিটের এক ভিডিও চিত্র তৈরি করেছে বিজেপি। তাতে দেখানো হয়েছে, গত ৪৮ মাসে কীভাবে নানা সরকারি প্রকল্পে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন। ভিডিওর ট্যাগ লাইনে আছে, 'সাফ নিয়ত সহি বিকাশ। অব কি বার মোদী সরকার।'