শেষ আপডেট: 29th August 2021 03:18
রবিবারের শহরে ৪ জনের অস্বাভাবিক মৃত্যু, আত্মহত্যার চেষ্টা ১
দ্য ওয়াল ব্যুরো: রবিবার কলকাতায় ঘটল একাধিক অস্বাভাবিক মৃত্যুর খবর, চারজনের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। শহরের বিভিন্ন জায়গা থেকে দুটি ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার কলকাতায় ঘটল একাধিক অস্বাভাবিক মৃত্যুর (Unnatural Death) ঘটনা। লালবাজার সূত্রে খবর, চারজনের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। শহরের বিভিন্ন জায়গা থেকে দুটি ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিন সকাল ১০টা নাগাদ আমির খান নামে এক বাইশ বছরের যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে মেটিয়াবুরুজ থানার পুলিশ। নিশার মিস্ত্রি লেনের একটি তিনতলা বাড়ির একতলায় থাকতেন আমির। সেই ঘরেই ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় আমিরকে উদ্ধার করে পুলিশ। এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। আমিরের কাছ থেকে কোনো সুইসাইড নোট পায়নি পুলিশ। অন্যদিকে, হাজরা বেলতলা রোডের একটি বাড়ি থেকেও অশোক দাস নামে একজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেন বালিগঞ্জ থানার পুলিশ। আমিরের মতোই গলায় ওরনা জড়িয়ে আত্মহত্যা করেন অশোকবাবু। যদিও ঘর থেকে কোনো রকম সুইসাইড নোট পায়নি পুলিশ। আত্মহত্যা না অন্য কোনো ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়াও গঙ্গা থেকে রবিকুমার বিমানি নামে এক বছর ৪২ এর ব্যক্তিকে উদ্ধার করে নর্থ পোর্ট থানার পুলিশ। তৎক্ষণাৎ তাঁকে মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করে পুলিশ। পাশাপাশি, এজেসি বোস রোডে একটি অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে তালতলা থানার পুলিশ। স্থানীয়দের কথায়, অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তিকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায়। এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যদিও এখনও মৃতের পরিচয় জানা যায়নি।