শেষ আপডেট: 23rd June 2023 07:38
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী জেলা কুপওয়ায় নিয়ন্ত্রণরেখার কাছে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে চার অনুপ্রবেশকারী পাক জঙ্গি নিহত হয়েছে। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ওই জঙ্গিরা নিহত হয়।
সাত দিন আগেও কুপওয়ারা দিয়েই কাশ্মীরে প্রবেশের চেষ্টা করেছিল জঙ্গিরা। সেবার যৌথ বাহিনীর পাল্টা জবাবে নিহত হয় পাঁচ জঙ্গি।
পাকিস্তান আর্থিক বিপর্যয়ের মুখে কার্যত ভিখারির দশা হলেও ভারতের বিরুদ্ধে অলিখিত যুদ্ধে বিরাম নেই দেশটির। মাঝে বেশ কিছুদিন জঙ্গি তৎপরতা বন্ধ থাকার পর নতুন করে শুরু হয়েছে অনুপ্রবেশের চেষ্টা।
সরকারি সূত্রে জানানো হয়েছে, শুক্রবার কুপওয়ারা জেলার মাচিল সেক্টরের কালা জঙ্গল এলাকা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে পাক জঙ্গিদের একটি দল। সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশ রুখে দেয় সেনা, আধা সেনা ও পুলিশের যৌথ বাহিনী। চার জঙ্গি নিহত হয়।
এক সপ্তাহ আগে কুপওয়ারার কেরন সেক্টরে সেনা-জঙ্গি লড়াইয়ে অনুপ্রবেশ রুখে দেওয়া সম্ভব হয়।
জম্মু-কাশ্মীর পুলিশ শুক্রবার সকালে টুইটে জানায়, কাশ্মীরে নিরাপত্তা বাহিনী বড় ধরনের আক্রমণের মোকাবিলা করল। সরকারি সূত্রে জানানো হয়েছে, যৌথ বাহিনীর কাছে খবর ছিল পাক জঙ্গিরা কুপওয়ারার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করবে।
জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, জঙ্গিরা সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার সময় শুক্রবার ভোরে দু পক্ষের লড়াই বাঁধে।
সরকারি সূত্রে বলা হয়েছে, এটা ছিল এ বছর কুপওয়ারা সেক্টরে জঙ্গি অনুপ্রবেশের দ্বিতীয় বড় ধরনের প্রয়াস যা আটকে দেওয়া গিয়েছে।
পঞ্চায়েতে সিবিআই তদন্ত: অন্তর্বতীকালীন স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ